রুল ৭২ অনুযায়ী ১২% সুদে ১০,০০০ টাকা কত বছরে
২০,০০০ টাকা হবে।
পরিচালন ব্যয় হলো-
i. বিমা সেলামী
ii.মজুরি ও বেতন
iii. অফিস ভাড়া
নিচের কোনটি সঠিক?
ক" ব্যাংক জনগণের অর্থ আমানত রাখে ও অধিক সুদে ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে ব্যাংক
ব্যবসায় টিকে থাকতে চায়।
ক” ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কী?
ক" ব্যাংকটি সুনাম বৃদ্ধিতে করণীয় হলো——
i.লকার ভাড়া দেওয়া
ii.সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান
iii. দক্ষতা উন্নয়
দেশের উন্নয়নে যে সব প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা
i.ADB
ii.IDB
iii.World BANK
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়
i. বহুমুখী সেবা
ii. আয়ের উৎস
iii. ঋণ সুবিধা
জনাব মাহিম বার্ষিক ১০% মুনাফায় ৫,০০,০০০ টাকা
ABC ব্যাংকে জমা রাখতে চান। তার বন্ধুর প্রস্তাব ছিল টাকার জমি কিনলে ৬ বছর পর তার বিনিয়োগকৃত টাকা বিষণ্ণ হবে। তিনি তার বন্ধুর প্রস্তাবটি গ্রহণ করেছেন।
জনাব মাহিম ৬ বছর পর কত টাকা মুনাফা পাবে?
উদ্দীপক অনুযায়ী-
i. জমি ক্রয়ের ক্ষেত্রের সুদের হার ৯%
ii. জনাব মাহিমের সুযোগ ব্যয় ১০%
iii জনাব মাহিমের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক
বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i.ব্যাংকের আজ্ঞাপত্র
ii.প্রত্যয়ন পত্র
iii.ট্রেজারি চালান
ক" প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা, যা আগামী ৫বছরে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৮,০০০, ১২,০০০, ২৫,০০০, ২০,০০০ এবং ২১,০০০ টাকা।
" ক"প্রকল্পটির ৩য় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে?