কোম্পানির লভ্যাংশের যে অংশ বণ্টন না করে আলাদাভাবে রেখে দেয় তাকে কী বলে?
আর সি কোম্পানি লি. ৫ বছর মেয়াদি ৫,০০০ টাকা লিখিত মূল্যের ঋণপত্র ইস্যু করল, সুদের হার ১৫% এবং কর হার ৩০% হলে কোম্পানির ঋণপত্রের করপূর্ব ব্যয় কত?
AB কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা এবং প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মূলধন ব্যয় কত হবে?
স্কয়ার লি. এর ১০% অগ্রাধিকার শেয়ার মূলধন ১,০০,০০০ টাকা এবং এর বাজার মূল্য ও লিখিত মূল্য যথাক্রমে ৯০ টাকা ও ১০০ টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
কোনো কোম্পানির ২০২০ সালের মুনাফা ২০ লক্ষ টাকা এবং ১২ লক্ষ টাকা লভ্যাংশ ঘোষণা করে অবশিষ্ট টাকা রেখে দিলে কোম্পানির ২০২০ সালের সংরক্ষিত মুনাফা কত?
মদিনা লিমিটেড ১,২০০ টাকা লিখিত মূল্যের ১৫% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রি করবে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি ৯১০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। উপরোক্ত তথ্যানুসারে অনু লিমিটেডের অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে?
সান সাইন কেবলস কোম্পানির বর্তমান শেয়ারের মূল্য ১৫০ টাকা এবং তার প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ ১২ টাকা। যদি লভ্যাংশের প্রত্যাশিত প্রবৃদ্ধি হার ৬% হয়, তাহলে কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত হবে?
শেয়ার মূল্য ২,০০০ টাকা, বৃদ্ধির হার ১৫% এবং লভ্যাংশ ২০ টাকা হলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস-i. ব্যাংকii. মহাজনiii. আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণনিচের কোনটি সঠিক?
মূলধন ব্যয় নির্ণয়ের বিভিন্ন উৎস হলো—i. অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ii. সংরক্ষিত আয়ের ব্যয়iii. ঋণ মূলধন ব্যয়নিচের কোনটি সঠিক?
মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-i. মূলধন কাঠামো নির্ধারণেii. প্রকল্প মূল্যায়নেiii. মূলধনের উৎস নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হলো-i. শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিii. স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিiii. সংরক্ষিত লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল। কারণ-i. ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দুরূহ কাজii. ভবিষ্যতে কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুযা করা কঠিন কাজiii. ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বণ্টন করা দুর্বোধ্য কাজ
বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থারেi. বন্ড বিক্রির মাধ্যমেii. ঋণপত্র বিক্রির মাধ্যমেiii. ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমেনিচের কোনটি সঠিক?
ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের উৎস হলো—i. সংরক্ষিত আয়ii. সাধারণ শেয়ারiii. ঋণনিচের কোনটি সঠিক?
মি. নাহিদের ব্যবসায়ের প্রতি ঝোঁক বেশি। তাই সে পড়াশোনা শেষ করে ঔষধের একটি বড় দোকান দেওয়ার চিন্তা করে। এক্ষেত্রে মি নাহিদের জন্যে ঋণ মূলধনের প্রধান উৎস হবে-i. ব্যাংকii. ঋণপত্র বিক্রয়iii. আর্থিক প্রতিষ্ঠাননিচের কোনটি সঠিক?
একই অর্থে ব্যবহৃত হয়-i. পুঞ্জীভূত মুনাফাii. অবষ্টিত মুনাফাiii. সংরক্ষিত তহবিল
আবিদ কোম্পানির মূলধন ব্যয় কত?
যদি লভ্যাংশ বৃদ্ধির হার ৮% হয় তবে কোম্পানির মূলধন ব্যয় কত?
যমুনা লি.-এর ৩য় বছরের প্রত্যাশিত লভ্যাংশ হবে-