আর সি কোম্পানি লি. ৫ বছর মেয়াদি ৫,০০০ টাকা লিখিত মূল্যের ঋণপত্র ইস্যু করল, সুদের হার ১৫% এবং কর হার ৩০% হলে কোম্পানির ঋণপত্রের করপূর্ব ব্যয় কত?
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক অধিক গ্রহণযোগ্য কেন?
তহবিল সংগ্রহকৃত প্রক্রিয়াকে কী বলে?
শেয়ার বিক্রির জন্য জনাব হাবিবের কোন বাজারে যুক্তিসঙ্গত হবে?
স্কয়ার লি. এর ১০% অগ্রাধিকার শেয়ার মূলধন ১,০০,০০০ টাকা এবং এর বাজার মূল্য ও লিখিত মূল্য যথাক্রমে ৯০ টাকা ও ১০০ টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
তারল্য ঘাটতি হওয়ার কারণ-i. বেশি বিনিয়োগii. কম বিনিয়োগiii. বেশি উৎপাদননিচের কোনটি সঠিক?