মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে তহবিল উৎসের খরচ কীরূপ হওয়া আবশ্যক?
মূলধনি ব্যয় অপেক্ষা বেশি লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
১৮% মূলধন ব্যয়সম্পন্ন কোনো কোম্পানি যদি ১০% আয়সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের ফলাফল কী?
মূলধনি খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
রাকিব লি. একটি প্রকল্পে বিনিয়োগের জন্য মোট মূলধনের ৬০% নিজস্ব ইক্যুইটি এবং ৪০% ঋণ থেকে গ্রহণ করে। এ অনুপাতের প্রেক্ষিতে 'রাকিব লি.' নির্ণয় করবে কোনটি?
সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ে সমস্যাগুলো হচ্ছে-i. অর্থের সময়মূল্য বিবেচনা করে না।ii. প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ জটিলiii. ভবিষ্যৎ আয় ও লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান জটিল
নিচের কোনটি সঠিক?
মূলধন ব্যয় নির্ণয় তাৎপর্যপূর্ণ হওয়ার কারুণ—i. বিনিয়োগ সিদ্ধান্তii. মূলধন কাঠামো সংক্রান্তiii. অর্থায়ন সিদ্ধান্ত
মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়—i. সর্বোচ্চ ঋণের সুবিধাii. কাম্য ঋণনীতিiii. সর্বনিম্ন মূলধন ব্যয়
একটি পাবলিক লিমিটেড কোম্পানি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সাধারণত কতটি উৎসের শরণাপন্ন হয়?
ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় এবং সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় সর্বদা কীরূপ?
সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় রয়েছে ?
সুযোগ ব্যয় সৃষ্টি হয় কোন মূলধন ব্যয় পদ্ধতিতে?
একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি একাধিক হয়, মূলধন খরচের গড়কে কী বলে?
অর্থ সরবরাহকারীরা বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে, তাদের প্রত্যাশিত আয়ের হার হবে-
প্রতিটি বিনিয়োগেরই একটি কী রয়েছে?
বড় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী?
ঋণ মূলধন সরবরাহকারীরা নির্দিষ্ট মেয়াদের জন্য কী পেয়ে থাকে?
অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য পেয়ে থাকে—
কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের অন্যতম উৎস ?
মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক ?