কোম্পানির মালিকানা লাভ করা যায়-
x কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মূলধন ব্যয় কত?
প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কোন ধরনের ব্যয় পরিলক্ষিত হয়?
বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে?
প্রতি অগ্রাধিকার শেয়ার মূল্য ২০০ ও লভ্যাংশ ১০ টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় কত?
কীভাবে মূলধন সংগ্রহ করা হয়?
একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ২০০ টাকা আর লভ্যাংশের হার ১২ টাকা হলে তাদের শেয়ার মূলধন ব্যয় কত হবে?
সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত কোনটি?
রনি লিমিটেড ১২% হার সুদে ২৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল। কর হার ৩০% হলে কর সমন্বিত ঋণ মূলধন ব্যয় কত?
তহবিল সরবরাহকারীর জন্য যেটি প্রত্যাশিত আয় সেটি তহবিল সংগ্রহকারীর জন্য কী হিসেবে পরিগণিত হয় ?
X কোম্পানি ১৫% সুদের হারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। কর হার ৫০% হলে ঋণ মূলধনি ব্যয় কত?
খাণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?
প্যাসিফিক জিনস্ লি.-এর অগ্রাধিকার শেয়ারের খরচ কত হবে যদি ইস্যু মূল্য ১,০০০ টাকা এবং শেয়ার বিক্রয়জনিত খরচ ৩০ টাকা হয় ?
১০% সুদের ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করল। ঋণ মূলধন ব্যয় কত?
প্রতিটি প্রতিষ্ঠানে কোন ধরনের নীতি থাকে?
মূলধনি খরচ বিদ্যমান- i. গৃহীত ঋণii. বন্ডiii. বকেয়া মঞ্জুরি
নিচের কোনটি সঠিক?
মূলধন ব্যয় প্রয়োগ করা হয়-i. অর্থায়নের উৎস নির্বাচনেii. মুনাফা বৃদ্ধিতেiii. প্রকল্প মূল্যায়নে