৫ বছর মেয়াদি একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৮০,০০০ টাকা এবং প্রতিবছর কোম্পানি প্রকল্প থেকে ২০,০০০ টাকা পায়। প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
জনাব Y একটি প্রকল্পের ১,২০,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করলেন। প্রতি বছর নগদে আন্তঃপ্রবাহ ৪০,০০০ টাকা হলে পে-ব্যাক সময় কত?
একটি প্রকল্পের গড় মুনাফা হার ২৫% এবং অন্য একটি প্রকল্পের গড় মুনাফা হার ২২%। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহণযোগ্য?
কোনো প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হলে গড় বিনিয়োগ কত?
ফারজানা লি.-এর প্রকল্প ১-এর ২০২০ সালের গড় নিট মুনাফা ৭৫,০০০ টাকা এবং গড় মুনাফার হার ১৫% হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত ছিল?
এস আলম কোম্পানি-এর ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত গড় মুনাফার হার ৩০%। কিন্তু কোনো প্রকল্পের যদি গড় মুনাফা হার ২৫% হয় তাহলে প্রকল্পটি-
মূলধন বাজেটিংয়ের পদ্ধতি হলো-i. পে-ব্যাক সময় পদ্ধতিii. গড় মুনাফা হার পদ্ধতিii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিংয়ের পদ্ধতি হলো--i. পে-ব্যাক সময় পদ্ধতিii. বাটাহার নির্ধারণiii. নিট বর্তমান মূল্য পদ্ধতিনিচের কোনটি সঠিক?
একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়—i. সম্ভাব্য মুনাফার হারii. অনিশ্চয়তার সম্ভাবনাiii. প্রত্যাশিত নগদ প্রবাহ
গড় মুনাফা পদ্ধতির সীমাবদ্ধতা হলো-i. এটি নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করেii. এটি তারল্য নীতি অনুসরণ করে না।iii. এটি অর্থের সময়মূল্যকে বিবেচনা করে না
অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয় না-i. গড় মুনাফা হার পদ্ধতিতেii. পে-ব্যাক সময় পদ্ধতিতেiii. নিট বর্তমান মূল্য পদ্ধতিতে
ক্রয়কৃত মেশিনের ক্রমযোজিত নগদ প্রবাহের যোগফল কত হবে?
মেশিনটির পরিশোধকাল কত বছর?
প্রকল্পটির ৩য় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কত?
প্রকল্পের পে-ব্যাক সময় কত হবে?
অন্তর সাহেবকে ব্যবসায়ের স্থায়ী কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হয়?
উদ্যোক্তা হিসেবে অন্তর সাহেব যে সকল দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন সেগুলো হলো—i. স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপনii. উৎপাদন পদ্ধতির আধুনিকায়নiii. নতুন পণ্য বাজারে ছাড়ানিচের কোনটি সঠিক?"
উদ্দীপকে উল্লিখিত প্রকল্প 'উদয়ন'-এর পে-ব্যাক সময় কত?
যদি অন্য একটি প্রকল্প 'উদ্দীপন'-এর পে-ব্যাক সময় ৪.৯৫ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য?
রনি ট্রেডার্সের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কত?