অনেকগুলো প্রকল্প থেকে সর্বোৎকৃষ্ট প্রকল্পটি নির্বাচন করার প্রক্রিয়াকে কী বলে?
পলাশ একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি এ বছরের জন্য প্রতিষ্ঠা নগদ প্রবাহ প্রাক্কলন করবেন। এমতাবস্থায় তাকে নির্ধারণ করতে হবেi. মূলধন ব্যয়ii. চলতি খরচiii. অনিশ্চয়তানিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত প্রয়োজন- i. নতুন ব্যবসায় স্থাপনii. ব্যবসায় সম্প্রসারণiii. কর্মী প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
নতুন পণ্য বাজারে ছাড়ার আগে যাচাই করতে হয়-i. বাজার চাহিদাii. সম্ভাব্য আয়iii. উৎপাদন খরচনিচের কোনটি সঠিক?
কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়?
বিডি ফুড কোম্পানি তাদের ম্যাংগো জুসের পাশাপাশি যদি আঙুরের জুস বাজারে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এক্ষেত্রে এ পণ্য বাজারে ছাড়ার লাভজনকতা কীভাবে নির্ণয় করবে?
কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের বহিঃপ্রবাহ ঘটে?
একটি প্রতিষ্ঠানের চলতি খরচ ও স্থায়ী খরচ মিলে কী হয়?
২,০০,০০০ টাকা বিনিয়োগে নিট মুনাফা ১৬.৬ লক্ষ টাকা এবং অবচয় ৩৩.৪ লক্ষ টাকা হলে নগদ প্রবাহের পরিমাণ কত?
মি. আশিক একটি রেস্টুরেন্টের মালিক। তিনি ব্যবসায়ের শুরুর সময় চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল, রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেস্টুরেন্টের জন্যে মি. আশিকের ক্রয়কৃত সরঞ্জামাদিকে কী বলা হয়?
প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত—i. লাভজনক হয়ii. আধুনিক হয়iii. গ্রহণযোগ্য হয়
কোন ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত প্রয়োজন?i. নতুন ব্যবসায় স্থাপনii. ব্যবসায় সম্প্রসারণiii. ব্যবসায়ের নতুন শাখা স্থাপননিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং প্রয়োগ রয়েছে-i. স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপনেii. পণ্যের বৈচিত্র্যায়নেiii. ব্যবসায় আধুনিকায়নে
নিচের কোনটি সঠিক ?
মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করা হয়-i. নগদ প্রবাহ প্রাক্কলনের পরii. বাট্টা হার নির্ধারণের পরiii. প্রকল্প মূল্যায়নের পর
নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয় –i. চলতি খরচii. ক্রয় অনুমানiii. স্থায়ী খরচনিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিংয়ের সঠিক পদ্ধতি নির্বাচন করতে হয়—i. প্রকল্পের ধরন অনুসারেii. প্রকল্পে ঝুঁকি বিবেচনা করেiii. প্রকল্পের গড় নিট মুনাফা অনুযায়ীনিচের কোনটি সঠিক?
চলতি খরচের উদাহরণ হলো—i. আসবাবপত্র কয়ii. কর্মচারীর বেতনiii. মনিহারি খরচনিচের কোনটি সঠিক?
নতন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করতে হয়, তা হলো-i. বাজার চাহিদাii. সম্ভাব্য আয় প্রাক্কলনiii. পরিচালনা খরচনিচের কোনটি সঠিক?
স্থায়ী খরচ হলো-i. অফিস ভাড়াii. বিমা খরচiii. কাঁচামাল খরচনিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়i. দালানকোঠা কেii. বিক্রয় বৃদ্ধিতেiii. উৎপাদন পদ্ধতির আধুনিকায়ণেনিচের কোনটি সঠিক ?