পুকুরে প্রতি শতকে কত কেজি হাঁস-মুরগির বিষ্ঠা প্রয়োগ করতে হয়?
পুকুরে প্রতি শতকে কত গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে?
সার প্রয়োগের কত দিন পর পুকুরে পোনা ছাড়তে হবে?
সেকিডিস্ক বা থালা কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়?
প্রাকৃতিক খাদ্য উপস্থিতি পরীক্ষার জন্য ব্যবহৃত সেকিডিস্ক পানিতে কত সেমি গভীরতায় ডুবানো হয়?
কচুরিপানা—
i. পানির তাপমাত্রা কমিয়ে দেয়
ii. মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত করে
iii. মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
চুনের কাজ হচ্ছে -
i. পানি জীবাণুমুক্ত করা
ii. পুকুরের তলদেশের বিষাক্ত গ্যাস দূর করা
iii. মাছের জন্য খাদ্য সৃষ্টি করা
মামুন তার পুকুরে কত কেজি চুন প্রয়োগ করবে?
জৈব সারের জন্য উক্ত পুকুরে কত কেজি গোবর প্রয়োজন?
মামুনের পুকুরটি শুকানো অত্যন্ত জরুরি—
i. কাদা সরানোর জন্য
ii. পুকুরের আগাছা পরিষ্কারের জন্য
iii. রাক্ষুসে মাছ অপসারণের জন্য
চিত্রের পরীক্ষাটির নাম কী?
চিত্রের গোল থালাটি -
i. ২০ সেমি ব্যাসযুক্ত
ii. সাদা-কালো
iii. .২৫ সেমি ব্যাসযুক্ত
কাছাকাছি পোনা পরিবহনের ক্ষেত্রে কেমন পাত্র ব্যবহার করা উচিত?
পোনা ভর্তি পলিব্যাগ পুকুরে ছাড়ার আগে কত মিনিট পানিতে ভাসিয়ে রাখতে হবে?
পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়তে হবে?
পুকুরে ৭-১০ সেমি আকারের পোনা প্রতি শতকে কতটি মজুদ করা যায়?
শীতের সময় পুকুরে মজুদকৃত মাছের মোট ওজনের শতকরা কত ভাগ হারে খাদ্য দিতে হয়?
রুই, কাতলা, মৃগেল মাছ কত বছর বয়স পর্যন্ত দ্রুত বাড়ে?
পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের জন্য-
i. প্রতিদিন সার প্রয়োগ করতে হবে
ii. প্রতিদিনি পরিমিত চুন প্রয়োগ করতে হবে
iii. পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা করতে হবে
সার দেওয়ার কতদিন পর পুকুরের পানির রং হালকা সবুজ হলে পোনা মজুদ করতে হবে?
পুকুরে চিংড়ির পোনা মজুদের সময় পুকুরের পানির রং কেমন হওয়া উচিত?
কখন চিড়ি দুর্বল থাকে?
কত সেমি আকারের চিংড়ির পোনা পুকুরে মজুদ করা উচিত?
একক চাষের ক্ষেত্রে প্রতি শতকে কয়টি চিংড়ির পোনা ছাড়া হয়?
প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য পুকুরে কোনটি দেওয়া উচিত?
প্রতিদিন চিংড়ির মোট ওজনের শতকরা কত ভাগ হারে খাদ্য প্রয়োগ করতে হবে?
প্রতিদিন কোন সময় পুকুরে খাবার প্রয়োগ করতে হয়?
চিংড়ির সম্পূরক খাদ্যে শতকরা কত ভাগ গমের ভুসি থাকা আবশ্যক?
চিংড়ির জন্য তৈরিকৃত ৪ কেজি সম্পূরক খাদ্যে ঝিনুকের গুঁড়া কতখানি লাগবে?
চিংড়ির সম্পূরক খাদ্যে শতকরা কত ভাগ খৈল থাকা আবশ্যক?
চিংড়ির সম্পূরক খাদ্যে কোন উপাদান শতকরা ০.২৫ ভাগ রাখা উচিত?
দৈহিক বৃদ্ধির সময় চিংড়ি-
i. দুর্বল হয়ে পড়ে
ii. দ্রুত ছোটাছুটি করে
iii. নিরাপদ আশ্রয় খোঁজে
পুকুরে সার প্রয়োগের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো—
i. পানির রং
ii. পানির তাপমাত্ৰা
iii. পোনার পরিমাণ
উক্ত পুকুরে কত হাজার পোনা মজুদ করা যেতে পারে?
প্রতিদিন পুকুরে প্রয়োগের জন্য আবুল সাহেবের কত কেজি গোবর প্রয়োজন?
আবুল সাহেবের পুকুরে সৃষ্ট পরিস্থিতিতে চিংড়িগুলোর প্রয়োজন কোনটির?
মাছকে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়?
প্রতি লিটার পানিতে কত মিলিগ্রাম ব্লিচিং পাউডার মেশাতে হয়?
উত্তম মানের মাছের ফুলকা দেখতে কেমন?
মাছ সংরক্ষণে প্রতি ১ ভাগ মাছের জন্য কত ভাগ বরফ দিতে হয়?
শীতকালে মাছ সংরক্ষণের জন্য প্রতি ১ ভাগ মাছের জন্য কতভাগ বরফ দিতে হয়?
বাজারে মাছের চাহিদা নির্ভর করে—
i. মাছের আবাসস্থলের ওপর
ii. মাছের বাহ্যিক অবস্থার ওপর
iii. মাছের গুণগত মানের ওপর
নিম্নমানের মাছের ফুলকা –
i. বাদামি
ii. দুর্গন্ধযুক্ত
iii. গাঢ় লাল
হাসান ১০ লিটার পানিতে কী পরিমাণ ব্লিচিং পাউডার ব্যবহার করেছে?
হাসানের গ্রেডিং এর ভুলগুলো হলো-
i. গ্রেডিং সম্পর্কে ধারণা না থাকা
ii. প্রজাতি অনুসারে মাছকে পৃথক না করা
iii. মাছের গুণাগুণের ওপর ভিত্তি করে গ্রেডিং না করা
পঞ্চগড় বাজারে মাছ পরিবহন কালে সামাদ কী ব্যবহার করেছিল?
সামাদের পুকুর পাড়ে মাছ বাছাইয়ের ফলে -
i. মাছের ওজন কমে যায়
ii. মাছের পচনক্রিয়া দ্রুত হয়
iii. মাছের পেশি নরম হয়ে যায়
পশু পালন পদ্ধতি কত ধরনের?
দু'সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হয় –
i. পশুর সংখ্যা ১০ হলে
ii. পশুর সংখ্যা ১০ এর কম হলে
iii. পশুর সংখ্যা ১০ এর বেশি হলে
নিচের কোনটি সঠিক ?
রহিম মিয়ার গরুগুলো কোনটি কম পেয়ে থাকে?