সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি?
কোনটি বাস্তুতান্ত্রিকভাবে স্বাধীন ও আত্ম-নিয়ন্ত্রক একক?
জলজ বাস্তুতন্ত্র প্রধানত কত প্রকার?
নিচের কোনটি পুকুরের বাস্তুতন্ত্রের অজৈব উপাদান?
কোনটি উৎপাদক?
কোনটি ফাইটোপ্লাঙ্কটন?
পুকুরের পানিতে বিদ্যমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কী বলা হয়?
ফাইটোপ্লাঙ্কটন কী?
জু-প্লাঙ্কটন কী?
পুকুরে বিযোজিত দ্রব্যাদিকে কারা খাদ্য হিসাবে গ্রহণ করে?
কোনটি পুকুরের ২য় স্তরের খাদক?
একটি পুকুরের বাস্তুতন্ত্রে একটু বড় মাছ কোন স্তরের খাদক?
পুকুরের বাস্তুসংস্থানে কোনটি তৃতীয় স্তরের খাদক?
কোনটি পুকুরের ৩য় স্তরের খাদক?
বাস্তুতন্ত্রে -
i. বিযোজক-প্লাঙ্কটন
ii. শাপলা-উৎপাদক নয়
iii. সুন্দরবন-ম্যানগ্রোভ বন
নিচের কোনটি সঠিক?
সুন্দরবনের বাস্তুতন্ত্রের উৎপাদক হলো—
i. আমগাছ
ii সুন্দরী
iii. গেওয়া
শাহেদ যে উপাদানগুলোর কারণে পা পিছলে পড়ে গেলো সেগুলো হলো—
পুকুরের সিঁড়িতে বিদ্যমান উপাদানগুলো হলো—
i. শৈবাল
ii. ঘাস
iii. শেওলা
একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়?
পৃথিবীতে বসবাসকারী সকল জীব নিচের কোনটির উপর নীর্ভরশীল?
পৃথিবীতে সকল শক্তির উৎস কী ?
সূর্যের আলোর শতকরা কতভাগ সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণে কাযে লাগায়?
খাদ্যশৃঙ্খলে শক্তির প্রধান উৎস কোনটি?
কীভাবে, জড় ও জীবের মধ্যে সংযোগ সৃষ্টি ?
প্রকৃতিতে খাদ্যশৃঙ্খল গড়ে ওঠার কারণ কী?
সৌরশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি কোনটির মাধ্যমে বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়?
সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
জৈব পদার্থ কোনটির মাধ্যমে পুষ্টি ভাণ্ডারে জমা হয়?
উপরের চিত্রে সর্বোচ্চ খাদক কোনটি?
উপরের প্রবাহ চিত্রটি -
i. খাদ্যজাল
ii. পরস্পর সম্পর্কযুক্ত
iii. পরস্পর সম্পর্কহীন
উদ্দীপকে কমে যাওয়া প্রাণীটি খাদ্য শৃঙ্খলের কোন স্তরের অন্তর্ভুক্ত?
উক্ত ঘটনার ফলে -
i. বাঘের খাদ্যভাব দেখা দেবে
ii. বাঘের সংখ্যা কমে যাবে
iii. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
উপরের চিত্রের সর্বোচ্চ খাদক কোনটি?
উপরের প্রবাহ চিত্রটিকে কী বলে?
বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্যের প্রবাহ কীরূপ?
বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কীরূপ?
সবুজ উদ্ভিদের প্রাথমিক খাদ্য উপাদান হচ্ছে-
i. অক্সিজেন
ii. খনিজ লবণ
iii. পানি
প্রকৃতিতে সবুজ উদ্ভিদ-
i. সৌরশক্তি ব্যবহার করে
ii. সালোকসংশ্লেষণ ঘটায়
iii. অক্সিজেনের যোগান দেয়
প্রবাহ চিত্রের 'X' স্থানের জীবটি কী?
Y এর ক্ষেত্রে বলা যায়—
i. এরা পরভোজী
ii. এরা মৃতজীবী
iii. এরা শুধু প্রাণীদেহের উপর কাজ করে
পরিবেশে কোনটি স্বয়ংসম্পূর্ণ একক?
যদি হরিণ বিলুপ্ত হয়ে যায় তবে -
i. বাঘ ও বিলুপ্ত হবে
ii. বাঘ অন্যত্র চলে যাবে
iii. বাস্তুসংস্থানটি ভারসাম্যহীন হয়ে যাবে
উদ্দীপকের খাদ্যশৃঙ্খলটির শক্তির প্রধান উৎস কোনটি?
পরিবেশে উক্ত পরিবর্তন ঘটলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যের অবস্থা কীরূপ হয়?
i. বাঘের খাদ্যাভাব দেখা দিবে
iii. বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে
কোনটি Mollusca পর্বের প্রাণী?
স্কাইফা ও হাইড্রা উভয়ই
i. দ্বিস্তরী
ii. বহুকোষী
iii. সুগঠিত তন্ত্রবিহীন
ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী?