কোন ভিটামিনের অভাবে ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে রক্ত ক্ষরণ হয়?
ভিটামিন 'সি' বেশি থাকে -
i. কাঁচা সবজিতে
ii. পাকা ফলে
iii. কাঁচা ফলে
নিচের কোনটি সঠিক?
প্রাপ্ত বয়স্কদের দেহে ভিটামিন সি-এর অভাব প্রকট হলে -
i. হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না
ii. ত্বক খসখসে হয়ে যায়
iii. ত্বকে ঘা হলে সহজেই শুকিয়ে যায়
স্কার্ভি রোগে—
i. মাড়ি ফুলে নরম হয়ে যায়
ii. দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে
iii. পায়ের গিট ফলে যায়
ভিটামিন C এর অভাবজনিত রোগ হলো—
i. স্কার্ভি
ii. ঠান্ডা ও কাশি
iii. রিকেটস
ভিটামিন 'ডি' মানবদেহে—
i. দাঁতের কাঠামো গঠন করে
ii. অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়
iii. রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে
রিকেটস রোগের লক্ষণ -
i. শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়
ii. গিট ফুলে যায়
iii. বুকের হাড় বেঁকে যায়
অস্টিওম্যালেশিয়া রোগ হলে দেহে -
i. আয়রনের সঞ্চয় কমতে থাকে
ii. ক্যালসিয়ামের সঞ্চয় কমতে থাকে
iii. ফসফরাসের সঞ্চয় কমতে থাকে
ভিটামিন 'ই' এর কাজ হলো -
i. কোষ গঠনে সহায়তা করা
ii. রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা
iii. শরীরে কিছু কিয় বিক্রিয়ায় অংশ নেওয়া
আমাদের দেহে খনিজ লবণের কাজ প্রধানত কয়টি?
দেহের গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে কোনটি?
মানবদেহে হাড় ও দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ?
দেহের অধিকাংশ কোষ ও দেহরসের জন্য কোনটি প্রয়োজন?
পেশি সংকোচনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাক কাজে সহায়তা করে কোন খনিজ পদার্থ?
খনিজ লবণের প্রধান উৎস -
i. মাংস ও ডিম
ii. দুধ ও ফল
iii. পালংশাক ও পুঁইশাক
মানবদেহে লৌহের কাজ হলো-
i. লোহিত রক্তকণিকা গঠন
ii. এনজাইমের কার্যকারিতায় সহায়তা করা
iii. ফসফোলিপিড তৈরি করা
খনিজ লবণের কাজ হলো-
i. বিভিন্ন এনজাইম সক্রিয় রাখে
ii. পেশি সংকোচনে সহায়তা করে
iii. দেহের গঠন উপাদানে অংশ নেয়
বাংলাদেশের কোন অঞ্চলে গলগণ্ডের প্রকোপ বেশি?
থাইরয়েড গ্রন্থি ক্রমশ আকারে বড় হতে থাকে কোন খনিজের অভাবে?
শিশুদের ক্ষেত্রে আয়োডিনের অভাব জনিত রোগ কোনটি?
লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের গঠন উপাদান কোনটি?
গলগন্ড রোগ কোন তোলায় বেশি দেখা যায়?
আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
কোন রোগে ঠোঁট পুরু ও মানসিক প্রতিবন্দী হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
বুক ধড়ফড় করা কোন রোগের লক্ষণ?
সাধারণত শিশুদের রক্তাল্পতা দেখা দেয় কেন?
লৌহের অভাবজনিত রোগের নাম কী?
প্রাণীদেহের শতকরা কতভাগ পানি?
১ লিটার শস্য স্যালাইন তৈরিতে কত গ্রাম চালের গুড়া ব্যবহার করা হয়?
কোনটি রাফেজ?
শস্যদানা, ফল, সবজির অপাচ্য অংশকে কী বলে?
ফল ও সবজির সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর কোনটি?
সুষম খাদ্যে কয়টি উপাদান রয়েছে?
দৈনিক গৃহীত ক্যালরির কতভাগ শর্করা থেকে নেওয়া উচিত?
দৈনিক ক্যালরির কত ভাগ স্নেহজাতীয় পদার্থ থেকে গ্রহণ করা উচিৎ?
আয়োডিনের অভাবজনিত রোগ -
i. গলগন্ড
ii. ক্রোর্টিনিজম
iii. এ্যানিমিয়া
গলগন্ড রোগের লক্ষণ -
i. গলার আওয়াজ তীক্ষ্ণ হয়
ii. পাবার গিলতে অসুবিধা হয়।
iii. গলায় অবস্থিত গ্রন্থি বড় হতে থাকে
এ্যানিমিয়া রোগের লক্ষণ –
i. ওজন কমে যাওয়া
ii. খাওয়ায় অনীহা
iii. দুর্বল লাগা
শস্য স্যালাইন তৈরি করতে প্রয়োজন-
i. ১ লিটার পানি
ii. ৫০ গ্রাম চালের গুঁড়া
iii. এক চিমটি লবণ
সুষম খাদ্য সরবরাহ করা হয় -
i. বয়স অনুযায়ী
ii. জীবিকা অনুযায়ী
iii. লিঙ্গ অনুযায়ী
সুষম খাদ্য তালিকা তৈরিতে খেয়াল রাখতে হবে-
i. খাদ্যে ভিটামিন, খনিজ লবণ ও পানির উপস্থিতি
ii. খাদ্যে দেহ গঠনের জন্য পর্যাপ্ত আমিষ
iii. আর্থিক সঙ্গতির দিক
সবুজের মায়ের কোন রোগ হয়েছে?
ভবিষ্যতে সবুজের -
i. চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে
ii. চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হতে পারে
iii. সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি হতে পারে
অমিতের কী রোগ হয়েছে?
উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে-
। শরীর নিস্তেজ হয়ে যায়
ii. গলার আওয়াজ বিকৃত হয়
iii. পাঁজড়ের হাড় বেঁকে যায়
রুহিনী বেগমের রোগটি কী?
রোগটি থেকে প্রতিকার পাওয়ার জন্য রুহিনী বেগমের খাওয়া উচিত—
i. সামুদ্রিক মাছ
ii. আয়োডিনযুক্ত লবণ
iii. সামুদ্রিক শৈবাল
রহিম শেখের স্ত্রীর রোগটি আমাদের দেশের কোন অঞ্চলে বেশি হয়?
উক্ত রোগটির প্রতিকার ব্যবস্থায় নিচের কোনটি খাওয়া প্রয়োজন?