কোয়াশিয়রকর রোগ হয় কীসের অভাবে?
কোন রোগ হলে, শিশুর ডায়রিয়া হয়, শরীরে পানি আসে এবং পেট বড় হয়?
কোন ধরনের খাদ্যের অভাবে মেরাসমাস রোগ হয়?
কোন রোগ হলে শরীর ক্ষীণ হয়ে অস্থিচর্মসার হয় এবং শরীরের ওজন হ্রাস পায়?
কোন রোগ হলে চামড়া খসখসে হয়ে ঝুলে পড়ে?
কোন রোগ হলে শিশুর ডায়রিয়া হয়, শরীরে পানি আসে এবং পেট বড় হয়?
শর্করার চাহিদা নির্ভর করে—
i. বয়স
ii. দেহের ওজন
iii. উচ্চতা
নিচের কোনটি সঠিক?
আমিষ গঠিত হয়—
i. অক্সিজেন ও ক্লোরিন দিয়ে
ii. কার্বন ও হাইড্রোজেন দিয়ে
iii. সালফার ও নাইট্রোজেন দিয়ে
দেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের অভাব ঘটলে -
i. বমি বমি ভাব হয়
ii. মূত্রে জৈব এসিডের পরিমাণ বেড়ে যায়
iii. দেহে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে না
সম্পূর্ণ অংশই দেহে বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে—
i. সামুদ্রিক মাছ
ii. মায়ের দুধ
iii. ডিম
দেহে আমিষের অভাবজনিত শিশুদের রোগ –
i. কোয়াশিয়রকর
ii. মেরাসমাস
iii. আমাশয়
মেরাসমাস রোগের লক্ষণ -
i. পেট বড় হওয়া
ii. দেহের বৃদ্ধি বন্ধ হওয়া
iii. ত্বক খসখসে হয়ে ঝুলে পড়া
প্রোটিনের অভাবে বয়স্কদের-
i. রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায়
ii. রক্তস্বল্পতা দেখা দেয়
iii. পেট বড় হয়
মিষ্টিতে কোন প্রকারের খাদ্য উপাদান আছে?
কোন ভিটামিনের কারণে একজিমা হয়?
উদ্দীপকের আলোকে সোহাগের দেহে প্রতিদিন কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
সোহাগের রোগটি প্রতিরোধ করতে প্রচুর পরিমাণে খেতে হবে -
i. আনারস, পেয়ারা, আমড়া
ii. লেবু, ফুলকপি, আমলকি
iii. কমলা লেবু, বাঁধাকপি, টমেটো
খাদ্য তালিকায় অনুপস্থিত উপাদানগুলোর অভাবে সাবুর কোন রোগটি হতে পারে?
সাবুর খাদ্য তালিকায় খাবারগুলো—
i. দেহ গঠনে সাহায্য করে
ii. শক্তি উৎপাদনে সাহায্য করে
iii. দেহের ক্ষয়পূরণ করে
তানিয়ার কোন রোগ হয়েছে বলে ডাক্তার মনে করেন?
উদ্দীপকের খাদ্যের অভাবে তানিয়ার -
i. চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে
ii. চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হতে পারে
iii. চোখের পানি পড়া বন্ধ হয়ে যেতে পারে
রাখী কোন রোগে আক্রান্ত হয়েছে?
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাখীর কোন ধরনের খাবার গ্রহণ কর উচিত?
আজিজ মিয়া কোন রোগে আক্রান্ত?
ডাক্তার তাকে নিচের কোন খাবার খেতে পরামর্শ দিলেন?
গালিবের খাবারগুলো -
i. দেহের বৃদ্ধি সাধন করে
নিচের কোন সঠিক?
শাক-সবজি না খাওয়ায় গালিবের কী রোগ হতে পারে?
রাজু কী রোগে ভুগছে?
যে খাদ্যগুলোর অভাবে রাজুর এ রোগ হয়েছে -
i. মাছ, মাংস ও পনির
ii. আলু, বাদাম ও ছোলা
iii. লিচু, তরমুজ ও আনারস
আমাদের দেহে কয়ভাবে শক্তি ব্যয় হয়?
একজন লোকের দৈনিক কী পরিমাণ শক্তি দরকার তা কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
২০০০ কিলোক্যালরি শক্তি উৎপাদনের জন্য কত গ্রাম আমিষ প্রয়োজন?
১ গ্রাম চর্বি থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
৫ গ্রাম প্রোটিনে কত কিলোক্যালরি শক্তি থাকে?
১ গ্রাম আমিষ থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
৮০ ক্যালরি শক্তি উৎপাদনে কী পরিমাণ আমিষ প্রয়োজন?
১০ গ্রাম আমিষ থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
১০ গ্রাম মাখন থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
স্নেহ পদার্থ পরিপাক হয়ে পরিণত হয় -
i. অ্যামাইনো এসিড
ii. ফ্যাটি এসিড
iii. গ্লিসারল
অসম্পৃক্ত চর্বি জাতীয় এসিড বেশি পাওয়া যায় -
i. সয়াবিন তেলে
ii. তিলের তেলে
iii. ভুট্টার তেলে
উৎকৃষ্টতর স্নেহজাতীয় খাদ্য—
i. মেয়নিজ
ii. ডালডা
iii. কাসুন্দি
আমাদের দেহে তাপ উৎপন্ন হয় -
i. আমিষ থেকে
ii. পানি থেকে
iii. স্নেহ থেকে
দুই ভাইয়ের দেহের শক্তি ব্যয় হয় -
i. দেহের অভ্যন্তরীণ কাজে
ii. পরিশ্রমের কাজে
iii. অক্সিজেন গ্রহণে
অনল ও তমালের তাপশক্তির প্রয়োজন নির্ভর করে—
i. তাদের বয়সের ওপর
ii. দৈহিক উচ্চতার ওপর
iii. দৈহিক ওজনের ওপর
নাদিয়া কী রোগে আক্রান্ত হয়েছে?
উদ্দীপকের খাদ্যগুলোর অভাবে বয়স্কদের ক্ষেত্রে—
i. হাড় দুর্বল হয়ে যায়
ii. ত্বক চুলকায় এবং ঘা হয়
iii. বুকের হাড় বেঁকে যায়
রাফিদের কোন ধরনের ভিটামিনের অভাব হয়েছে?
রাফিদের রোগ প্রতিরোধে যেসব খাবার প্রয়োজন সেগুলো হলো-
i. যকৃত, ভোজ্যতেল, গাজর
ii. লেবু, ফুলকপি, পেয়ারা
iii. টমেটো, আমড়া, আনারস
রহিমের শরীরে কোন ভিটামিন এর অভাব দেখা দিয়েছে?
রহিমের রোগটির প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে -
i. শিশুকাল থেকে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে
ii. আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে
iii. শিশুদের কিছুক্ষণ রোদে খেলার ব্যবস্থা করতে হবে