C-14 আইসোটোপে কয়টি নিউট্রন থাকে?
হাইড্রোজেনের সর্বোচ্চ ভরসংখ্যা কত?
হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণুতে কী নেই?
নিউট্রনবিহীন পরমাণু নিচের কোনটি?
দুইটি আইসোটোপের মধ্যে কোনটি সমান হতে পারে না?
কোন ক্ষেত্রে মৌলের পরমাণুর ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে?
কার্বনের আইসোটোপ কতটি?
কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভরসংখ্যা কত?
অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক্লোরিনের ভরসংখ্যা কত?
P এর ইলেকট্রন বিন্যাস ২, ৮ এখানে 'P' হলো—
i. Ne
ii. Na+
iii. Mg2+
নিচের কোনটি সঠিক?
একই মৌলের একটি পরমাণু অন্য পরমাণু হতে ভরে ভিন্নতা দেখায় কারণ —
i. প্রোটন সংখ্যার ভিন্নতা
ii. ইলেকট্রন সংখ্যার ভিন্নতা
iii. নিউট্রন সংখ্যার ভিন্নতা
নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের –
i. পারমাণবিক সংখ্যা জানতে হবে
ii. ইলেকট্রন সংখ্যা জানতে হবে
iii. ভর সংখ্যা জানতে হবে
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে –
i. অক্সিজেনের প্রোটন সংখ্যা ৮
ii. ২য় শক্তি স্তরে ৬টি ইলেকট্রন আছে
iii. ভরসংখ্যা ৮
হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১ বলতে বোঝায়?
i. এর প্রোটন সংখ্যা ১
ii. এর ইলেকট্রন সংখ্যা ১
iii. এর ভর সংখ্যা ২
আইসোটোপ এর ক্ষেত্রে -
i. প্রোটনের সংখ্যা অভিন্ন
ii. ভর সংখ্যা ভিন্ন
iii. নিউট্রন সংখ্যা ভিন্ন
মৌলটির নাম কী?
মৌলটির ভরসংখ্যা কত?
মৌলটির প্রতীক কোনটি?
মৌলটির নিউট্রন সংখ্যা কত?
মৌলটির পারমাণবিক সংখ্যা কত?
পরমাণুটিতে মোট কয়টি ইলেকট্রন রয়েছে?
পরমাণুটি কোন মৌলের?
X এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
X মৌলটির—
i. ইলেকট্রন সংখ্যা 16
ii. প্রোটন সংখ্যা 16
iii. নিউট্রন সংখ্যা 16
উদ্দীপকের মৌলটি কী?
মৌলটির আইসোটোপ হচ্ছে –
Y মৌলটির নিউট্রন সংখ্যা কতটি?
X ও Y মৌল দুইটি -
i. পরস্পরের আইসোটোপ
ii. উভয়েরই ইলেকট্রন বিন্যাস 2, 8, 7
iii. উভয়ের নিউট্রন সংখ্যা সমান
পরমাণুটির ভরসংখ্যা কত?
উক্ত মৌলটির নাম কী?
উক্ত মৌলের ভরসংখ্যা কত?
নিচের কোনটি হতে তেজস্ক্রিয় রশ্মি নিগর্ভ হয়?
বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?
আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে নিচের কোন রোগের চিকিৎসা করা হয়?
কোনটির সাহায্য ক্যান্সারের আক্রান্ত কোষ ধ্বংস করা যায়?
কৃষিক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
ফসিলের বয়স নির্ধারণ করা হয় কীভাবে?
আইসোটোপ বিকিরণ করে-
i. রশ্মি
ii. কণা
iii. তরঙ্গ
আইসোটোপে ব্যবহৃত হয়—
i. কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে
ii. ক্যান্সার আক্রান্ত কোষ নিয়ন্ত্রণে
iii. কোলনের রোগ নির্ণয়ে
ফসিলের বয়স জানা যায় –
i. আইসোটোপের ক্ষয় দেখে
ii. ফসিলের ক্ষয় দেখে
iii. স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে
পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
পরমাণুর ৩য় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
কোনো মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
একটি পরমাণুর ১৯টি ইলেকট্রন আছে। পরমাণুটির কয়টি শক্তিস্তর রয়েছে?
সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
নিয়নের পারমাণবিক সংখ্যা কত?