ফ্লোরিজেনের ক্ষেত্রে প্রযোজ্য –
i. পত্রফলকে স্থানান্তরিত হয়
ii. পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে
iii. উদ্ভিদে ফুল উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ফ্লোরিজেন নামক হরমোনের ক্ষেত্রে প্রযোজ্য -
i. পত্রে উৎপন্ন হয়
ii. পত্রমূলে স্থানান্তরিত হয়
iii. পত্র মুকূল পুষ্পমূকুলে পরিণত হয়
উদ্ভিদে অক্সিন প্রয়োগে -
i. শাখা কলমে মূল গজায়
ii. ফলের অকালে ঝরে পড়া কমায়
iii. বীজের সপ্তাবস্থা ভাঙ্গায়
জিব্বেরেলিন হরমোন –
i. পরের অগ্রভাগে থাকে
ii. ফলের অকালে ঝরে পড়া রোধ করে
iii. খাটো উদ্ভিদে প্রয়োগ করা হয়
উদ্ভিদে ইথিলিন -
i. বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে
ii. ফুল উৎপন্ন করে
iii. মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে
উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে –
i. কীটপতঙ্গ
ii. আলো
iii. অভিকর্ষ
বাদলের বাবা 'A' হরমোন বলতে কোনটিকে বুঝিয়েছেন?
'A' হরমোনটি প্রয়োগে -
ii. ফলের অকাল ঝড়ে পড়া রোধ হয়
iii. জীবের সুপ্তবস্থা কাটে
নিচের কোনটি সঠিক ?
রাসায়নিক পদার্থটির নাম কী?
উক্ত রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য —
ii. পাতা ও মূলে দেখা যায়
iii. চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়
উদ্দীপকের উদ্ভিদটির শেষ সমস্যার জন্য কোন হরমোন দায়ী?
উদ্দীপকের প্রথম দুইটি সমস্যার জন্য দায়ী —
i. ক্লোরিজেন
ii. অক্সিন
iii. ইথিলিন
দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা কোনটির প্রধান কাজ?
স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কোনটি?
মানবদেহে দীর্ঘতম কোষ নিচের কোনটি?
নিউরনের প্রধান অংশের নাম কী?
নিউরনের কোনটি অনুপস্থিত?
নিউরন কোষ বিভাজিত হয় না কেন?
নিউরন কোনটির প্রধান অংশ?
দেহে নিউরনের প্রলম্বিত অংশ কয় প্রকার?
কোষদেহ হতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?
অ্যাক্সনের উৎপত্তিস্থল কোনটি?
সাধারণত একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
স্নায়ু কোষের কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
সিন্যাপস কী?
স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে কোনটির মাধ্যমে পরিবাহিত হয়?
স্নায়ুতন্ত্রকে কয়ভাগে ভাগ করা হয়?
স্নায়ুকোষের কাজ—
i. উদ্দীপনা বহন করা
ii. মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ করা
iii. বিভিন্ন জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করা
নিচের কোন সঠিক?
নিউরনে —
i. স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক
ii. মানবদেহের দীর্ঘতম কোষ
iii. এর প্রধান দু'টি অংশ থাকে
একটি নিউরনের কোষদেহে থাকে—
i. কোষ ঝিল্লি
ii. সাইটোপ্লাজম
iii. সেন্ট্রিওল
নিউরনের কোষদেহ গঠিত –
i. কোষ আবরণী, সাইটোপ্লাজম নিয়ে
ii. সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নিয়ে
iii. নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম নিয়ে
নিউরনের প্রলম্বিত অংশ হলো -
i. অ্যাক্সন
ii. ডেনড্রন
iii. কোষদেহ
নিউরনের কাজ হলো -
ii. কাজের সমন্বয় সাধন করা
iii. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া
চিত্রের কোন অংশটির সাহায্যে কোষটি অপর স্নায়ুকোষের অ্যাক্সনের সাথে যুক্ত থাকে?
চিত্রের 'C' অংশটির ক্ষেত্রে কোনটি সত্য?
চিত্রের কোন অংশের সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে যুক্ত থাকে?
চিত্রের B অংশটির আকৃতি হয় —
i. গোলাকার, ডিম্বাকার অথবা তারকাকার
ii. ইহা কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত
iii. ইহা দুই প্রকার
মস্তিষ্কের আবরণী পর্দার নাম কী?
স্নায়ুতন্ত্রের চালক হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?
স্নায়ুতন্তুর রং কী?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি?
মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ কোনটি?
মানব মস্তিষ্কের প্রধান অংশের নিচের অংশগুলো কী কী?
গুরু মস্তিষ্কের বহিঃস্তরের বর্ণ কেমন?
মানুষের ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোন অংশের কাজ?
অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি কোনটি?
মস্তিষ্কের কোন অংশ বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে?
গুরুমস্তিষ্ক ও পনস এর মাঝখানে কোনটি অবস্থিত?
দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সাথে সম্পর্কযুক্ত কোনটি?