দশমাংশ শব্দটি গৃহীত হয় কোন ভাষা থেকে?
ল্যাটিন ভাষায় 'ডেসি' অর্থ কী?
গ্রিক ভাষায় হেক্টো অর্থ -
বাড় দৈর্ঘ্য পরিমাণের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা?
পরিমাপের বিভিন্ন এককের ক্ষেত্রে—
i. গ্রিক ভাষায় ডেকা অর্থ ১০ গুণ
ii. ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ শতাংশ
iii. মিলি হেক্টোর ১০০ গুণ
নিচের কোনটি সঠিক?
এককের আন্তর্জাতিক পদ্ধতি —
i. এর বৈশিষ্ট্য দশ গুণোত্তর
ii. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়
iii. বাংলাদেশে ১ জুলাই ১৯৮২ সালে চালু হয়
গ্রীক ভাষায় —
i. ডেকা অর্থ ১০ গুণ
ii. হেক্টো অৰ্থ ১০০ গুণ
iii. কিলো অর্থ ১০০০ গুণ
দূরত্বের সহস্রাংশকে মিটারে প্রকাশ করলে কত মিটার হয়?
সম্পূর্ণ দূরত্ব কত মিলিমিটার?
১ নটিকেল মাইল ১ কিলোমিটার হতে কত মিটার বেশি?
৫ নটিকেল মাইল = কত মিটার?
১০.৫ মিটারে কত ফুট?
২.৮ মাইলে কত ডেকামিটার ?
১ ডেসিমিটার = কত ইঞ্চি?
একটি ১৮০০ মিমি দৈর্ঘ্যের সুতা হতে ১৫ ইঞ্চি কেটে নিলে কত গজ সুতা অবশিষ্ট থাকবে?
৮ হেক্টোমিটারে কত নটিক্যাল মাইল?
একটি লাঠির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি হলে, এর দৈর্ঘ্য কত ফুট?
২ কিলোমিটার সমান কত হেক্টোমিটার?
বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন ২০৭,০০০ বর্গকিলোমিটার হলে বর্গ নটিকেল মাইলে এককে এই মান কত?
একটি বর্গের পরিসীমা ০.৫ নটিকেল মাইল হলে এর এক বাহুর দৈর্ঘ্য- কত ডেসি মিটার?
৪ গজ = কত ইঞ্চি?
একটি গাড়ি ৯ কিলোমিটার ৯০৯ মিটার অতিক্রম করলো। গাড়িটি কত মিটার অতিক্রম করলো?
৮ গজ = কত ফুট?
৩ মিটার = কত গজ?
১০ কিলোমিটার = কত মাইল?
১ মাইল = কত কিলোমিটার?
২ মাইল = কত গজ?
৪ নটিকেল মাইল = কত ফুট?
১ নটিকেল মাইল, ১ মাইল থেকে কত ফুট বেশী?
মেট্রিক ও ব্রিটিশ পরিমাপে—
i. ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
ii. ১ ইঞ্চি = ২.৫৪ সেমি (প্রায়)
iii. ১ কিলোমিটার = ০.৬২ মাইল (প্রায়)
মেট্রিক ও ব্রিটিশ এককে পরিমাপের ক্ষেত্রে-
i. ফার্লং ব্রিটিশ একক
ii. মাইল মেট্রিক একক
iii. ১ ফার্লং = ৬৬০ ফুট
দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে-
i. ৩ ইঞ্চি = ৭.৬২ সে.মি. (প্রায়)
ii. ৪ গজ = ৩.৬৫৭৬ মিটার (প্রায়)
iii. ৫ কিলোমিটার = ৮.০৫ মাইল (প্রায়)
২৬ ফার্লং দড়ির দৈর্ঘ্য—
i. ৫৭২০ গজ
ii. ১৭১৬০ ফুট
iii. ২০৫৯২০ ইঞ্চি
একটি জাহাজের গতিবেগ ঘণ্টায় ১১ নটিকেল মাইল। জাহাজটির প্রতি মিনিটে অতিক্রান্ত দূরত্ব-
i. ১০০০ গজ
ii. ০.৩৪ কি.মি.(প্রায়)
iii. ৩৩৯.৭৫ মিটার (প্রায়)
তথ্যগুলো লক্ষ কর—
i. ১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. (প্রায়)
ii. ১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়)
iii. ১ ঘনমিটার = ১০ স্টেয়র
ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত ফুট?
গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত ডেকামিটার?
১০ মেট্রিকটন ১ কুইন্টালের কত গুণ?
০.৪৫ গ্রাম = কত ডেকা গ্রাম?
কত গ্রামে ৫০ হেক্টোগ্রাম?
এক মেট্রিক টন = কত কিলোগ্রাম?
৮.২৫ মেট্রিক টন চাল সমান—
i. ৮২.৫ কুইন্টাল
ii. ৮২৫০০ কিলোগ্রাম
iii. ৮২৫০০০ ডেকাগ্রাম
বস্তুটির ওজন কত গ্রাম?
বস্তুটির ওজন কত ডেকা গ্রাম?
১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত?
৪°C তাপমাত্রায় ১ ঘনসেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম হতে বেশি পাওয়া গেলে নিচের কোনটি সঠিক?
৩০ লিটার = কত ঘন সে.মি.?
একটি মোটর গাড়ি ১০ লিটার ডিজেলে ৮০ কি.মি. গেলে প্রতি কি.মি. যেতে কত মিলিলিটার ডিজেলের প্রয়োজন?