"MAN" এর পূর্ণরূপ কী?
WAN এর পূর্ণরূপ কী?
কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টার, ব্লটুথ, শেয়ার ইট-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?
ব্যক্তিগত পর্যায়ের Network কোনটি?
ব্লু-টুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটি?
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বলে?
সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো -
দেশজুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয়—
কোন টপোলজিতে একটি মূল ব্যাকবোন ব্যবহৃত হয়?
কোন টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
কোন টপোলজিতে একটা মূল লাইনের সাথে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
কোন টপোলজিতে একটি কম্পিউটার বাকি সব কম্পিউটারকে একই বার্তা পৌঁছে দেয় কিন্তু শুধু সংশ্লিষ্ট কম্পিউটারটি তথ্য গ্রহণ করে, অন্যরা তথ্যগুলো উপেক্ষা করে?
বাস্তবায়নে সহা ও ব্যয় অত্যন্ত কম কোন টপোলজির?
কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
কোন টপোলজিতে একটি নির্দিষ্ট দিকে ডেটা ট্রান্সফার হয়?
কোন টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
নেটওয়ার্ক প্রধানত কয়টি?
কোন টপোলজিতে কোনো কম্পিউটার বিয়োজনে নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়?
কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়?
যে টপোলজিতে একটিমাত্র হাব বা সুইচের সাথে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে কী বলে?
কোন টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে?
তুলনামূলক সহজ টপোলজি কোনটি?
কেন্দ্রীয় যাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় কোন টপোলজিতে?
যদি কেন্দ্রীয় হাব ক্ষতিগ্রস্ত হয় তবে সম্পূর্ণ নেটওয়ার্ক -
হোস্ট কম্পিউটার ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
কোন টপোলজিতে অনেক স্টার টপোলজি ব্যবহৃত হয়?
কোন টপোলজিতে একের অধিক হাব ও সুইচ ব্যবহৃত হয়?
স্টার টপোলজির সম্প্রসারিত রূপ কোনটি?
প্রত্যেকটি কম্পিউটার কোন টপোলজির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে?
কোন টপোলজিতে কম্পিউটারগুলো একাধিক পথে যুক্ত হতে পারে?
টপোলজি কোনটি?
যে নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে তা হলো—
i. বাস
ii. রিং
iii. স্টার
নিচের কোনটি সঠিক?
রিং টপোলজিতে -
i. প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে
ii. প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে না
iii. একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়
হাব বা সুইচ ব্যবহৃত হয়—
i. বাস টপোলজিতে
ii. স্টার টপোলজিতে
iii. ট্রি টপোলজিতে
স্টার টপোলজিতে ব্যবহৃত হয়—
i. হাব
ii. সুইচ
iii. টার্মিনেটর
তারেক কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে?
রিসোর্সের সাথে সম্পর্কযুক্ত কম্পিউটার হচ্ছে—
i. সাদমানের কম্পিউটার
ii. সাজিদের কম্পিউটার
iii. তারেকের কম্পিউটার
চিত্রে কোন ধরনের টপোলজি দেখানো হয়েছে?
এ ধরনের টপোলজির বৈশিষ্ট্য—
i. প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে যুক্ত থাকে
ii. প্রতিটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটার এর সাথে যুক্ত
iii. এই টপোলজিতে তথ্য নির্দিষ্ট দিকে যায়
রুদ্রের নেটওয়ার্কটি কোন টপোলজির হবে?
রুদ্রের নেটওয়ার্কটির বৈশিষ্ট্য হলো—
i. কেন্দ্রীয় হাবটি নষ্ট হলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যাবে
ii. এটা তুলনামূলক সহজ টপোলজি
iii. একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে।
মি. মনোজের অফিসের জন্য কোন নেটওয়ার্কটি বেশি উপযোগী?
নির্বাচিত টপোলজি নেটওয়ার্ক বিকল হয়ে যাবে যদি নষ্ট হয় কেন্দ্রীয়—
ii. প্রিন্টার
iii. সুইচ
উক্ত টপোলজি কোন টপোলজির সম্প্রসারিত রূপ?
'5' নং ডিভাইসটি বিকল হলে -
i. নেটওয়ার্ক দুইভাগে বিভক্ত হবে
ii. 4 এবং ৪নং ডিভাইসের মধ্যে যোগাযোগ থাকবে না
iii. 1, 2, 3 এবং 4 নং ডিভাইসের নেটওয়ার্ক চালু থাকবে
কোনটি আমাদের জীবনে একটা নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে?
নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে —
কোনটির ক্ষেত্রে সাধারণ ও ক্ষমতাশালী উভয়ের অধিকার সমান?
কোনটির মাধ্যমে তথ্যকে উপস্থাপন করা হয়?