সুমনের মেইল বক্সের ই-মেইলগুলোকে কী বলে?
দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত হয়েছে কোনটি?
কীসের মাধ্যমে সকল তথ্য সবার সামনে উপস্থিত করা সম্ভব হয়?
কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি করা হলে সেটি সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে কীসের কারণে?
আগে রাষ্ট্রের বড় বড় কাজ টেন্ডারের মাধ্যমে করা হলেও বর্তমানে কীসের সাহায্যে করা হয়?
দুর্নীতি নিরসনে কার্যকরী ভূমিকা পালন করে কোনটি?
দুর্নীতি প্রতিরোধ করা হয় কীভাবে?
উৎপাদনকারী তার পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌছাতে পারে কোনটির মাধ্যমে?
তথ্য-প্রযুক্তি দুর্নীতি নিসরনে শক্তিশালী অস্ত্র হওয়ার কারণ-
i. এটি দুর্নীতিকে প্রকাশ করে দিচ্ছে
ii. সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করছে
iii. দুর্নীতির বিভিন্ন তথ্য তথ্যভান্ডারে চলে আসছে
নিচের কোনটি সঠিক?
অনলাইনে পণ্য বিক্রি করার ফলে -
i. শোরুমের প্রয়োজন হয় না
ii. গুদামের দরকার হয় না
iii. সম্পদের অপচয় হয় না
তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে চায় না -
i. দুনীতি বিরোধী মানুষ
ii. দুর্নীতিপরায়ণ মানুষ
iii. দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান
মাসুদ রানা তার প্রতিষ্ঠানটিকে প্রযুক্তির আওতায় আনার ফলে—
i. কোনো দুর্নীতি হলে সবার সামনে প্রকাশ হয়ে যাবে
ii. প্রতিষ্ঠানের কর্মীদের কাজে সমন্বয়হীনতা হ্রাস পাবে
iii. প্রতিষ্ঠানটি দুর্নীতি মুক্ত হবে
মাসুদ রানার প্রতিষ্ঠানে ব্যবহৃত নতুন প্রযুক্তিটির নাম কী?
বিচ্ছিন্ন উপাত্তসমূহ সুসংগঠিত করে কী পাওয়া যায়?
২০১৩ সাল পর্যন্ত বিশ্বের কতটি দেশে জাতীয় তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সাল থেকে বলবৎ রয়েছে?
বাংলাদেশে তথ্য কমিশনের ওয়েবসাইটের ঠিকানা কী?
কোন ব্যক্তি তথ্য অধিকার আইনের আওতায় তথ্য পেতে বণিত হলে কার কাছে অভিযোগ দাখিল করতে পারে?
প্রতিনিয়ত তথ্য সৃষ্টি করে -
i. ব্যক্তি
ii. প্রতিষ্ঠান
iii. সরকারি সংস্থা
তথ্য অধিকার হলো-
i. ব্যক্তিগত তথ্য
ii. রাষ্ট্রীয় কার্যাবলির সঙ্গে সম্পৃক্ত তথ্য
iii. রাষ্ট্রের জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির পূর্বশর্ত হলো -
i. ব্যক্তির চিন্তা
ii. ব্যক্তির বিবেক
iii. ব্যক্তির বাক স্বাধীনতা
তথ্য অধিকার আইনে তথ্য বলতে বোঝায়—
i. বই, লগবই, নকশা
ii. দাপ্তরিক স্মারক, চুক্তি, প্রতিবেদন
iii. আলোকচিত্র, অঙ্কিত চিত্র, ফিল্ম
তথ্য অধিকার আইনে তথ্য হলো -
i. আলোকচিত্র
ii. হিসাব বিবরণী
iii. অঙ্কিত চিত্র
তথ্য অধিকার আইনের অন্তর্ভুক্ত হলো কর্তৃপক্ষের —
i. গঠন ও কাঠামো
ii. দাপ্তরিক কর্মকান্ড
iii. গোপনীয় কাগজপত্র
উদ্দীপকের বিষয়টিকে কতসাল পর্যন্ত বিশ্বের ৯৩টি দেশ স্বীকৃতি দেয়?
তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির পূর্বশর্ত হচ্ছে—
ii. বিবেক
iii. রাজনৈতিক ক্ষমতা
প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ওয়ার্কবুক ব্যবহার করা যায় না-
মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব-
i. হিসাব-নিকাশ সহজ করে দিয়েছে
ii. কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব হয়েছে
বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক?
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর—
i. মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে
ii. জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে
iii. বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে
অ্যাবাকাস কী?
কত বছর পূর্বে কাগজ-কলমই ছিল হিসাব করার প্রধান উপায়?
কম্পিউটারের আবিষ্কারের পূর্বে কিভাবে হিসাব-নিকাশ করা হতো?
কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসেবের সমস্যা দূর হয়েছে?
স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী?
বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোন প্রোগ্রাম
ভিসিক্যালক (VisiCalc) কোন কোম্পানির সফটওয়্যার?
স্প্রেডশিট প্রোগ্রাম ভিসিক্যালক কবে তৈরি করা হয়?
অ্যাপল কোম্পানির তৈরি স্প্রেডশিট-এর নাম কী?
সত্তর দশকের শেষের দিকে কোন কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যালক (Visicale) স্প্রেডশিড সফটওয়্যার উদ্ভাবন করেন?
VISICALC কী?
ওপেন অফিস ক্যান্ক ও কেন্দ্রেড কী ধরনের প্রোগ্রাম?
কেস্প্রেড কোন ধরনের সফটওয়্যার?
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো -
এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে কোন কোম্পানি?
বর্তমানে বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম?