জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হচ্ছে—
i. নারী শিক্ষার প্রসার ঘটানো
ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির অগ্রাধিকার প্রদান
iii. প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কোন কৌশলটির প্রতিফলন ঘটেছে?
রূপগঞ্জ অঞ্চলের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে আরও করণীয় হতে -
i. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
ii. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার
iii. কৃষিভিত্তিক প্রশিক্ষণের সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক ?
বাংলাদেশে বর্তমানে নিচের কোন সমস্যাটিকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়?
দিগন্ত বাংলাদেশের নাগরিক। তার দেশে বর্তমানে কয়টি সামাজিক সমস্যা সবার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে?
ভারত ও শ্রীলঙ্কায় কিশোর অপরাধের বয়সসীমা কত?
বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত বছর?
মহসিন প্রায়ই বিদ্যালয় থেকে পালায় ও পরীক্ষায় নকল করে । তার বয়স আঠারো। তাই প্রধান শিক্ষক তাকে কিশোর অপরাধী বললেন । মহসিন কোন দেশে বসবাস করে?
জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা কত?
লিসা থাইল্যান্ডে বাস করে। সে ও তার বন্ধুরা স্কুল পালিয়ে নানা রকম অপরাধমূলক কাজ করে। লিসার বয়সসীমা—
থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত বছর?
সপ্তম শ্রেণির ছাত্র শিপন। তার মা ও বাবা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ইদানীং সে পড়ালেখা বাদ দিয়ে অশোভন ছবি দেখে ও পথে-ঘাটে ঘুরে বেড়ায়। শিপনের বিরাজমান সামাজিক সমস্যা কোনটি?
শিশু-কিশোররা মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য অন্য পথ খোঁজে কেন?
পর্যাপ্ত চিত্তবিনোদনের সাথে কীসের সম্পর্ক রয়েছে?
বস্তির শিশু-কিশোররা কেন কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে?
কোনটি শিশুমনে হীনমন্যতার জন্ম দেয়?
কিশোর অপরাধের অন্যতম কারণ হিসেবে কোনটিকে দায়ী করা যায়?
দরিদ্র শিশু-কিশোররা কেন কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে?
বর্তমানে কোনটির অপব্যবহারের ফলে সমাজে এক ধরনের কিশোর অপরাধ দেখা দিয়েছে?
যেসব অনৈতিক কাজ কিশোর অপরাধের পর্যায়ে পড়ে—
i. চুরি, খুন, নাটক দেখা
ii. অশোভন ছবি দেখা, নারী নির্যাতন, মারপিট করা
iii. পকেট মারা, বিনা টিকিটে ভ্রমণ, পথে-ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ
কিশোর অপরাধী হিসেবে ৭ থেকে ১৬ বছর বয়সসীমা বিবেচনা করা হয়—
i. বাংলাদেশে
ii. ভারতে
iii. শ্রীলঙ্কায়
মাহির বাড়ি থেকে বের হওয়া কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে?
মাহির বাড়ি ফিরে এসে করা আচরণ প্রতিরোধে করণীয় হলো-
i. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠন করা
ii. সুস্থ বিনোদনের ব্যবস্থা করা
iii. মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
রনির হতাশার কারণ কী?
উদ্দীপকে উল্লেখিত বিধান লঙ্ঘন করলে কত টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে?
উদ্দীপকে বর্ণিত সমস্যা প্রতিরোধে যে ব্যবস্থাসমূহ অধিক উপযোগী—
i. নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন বন্ধ করতে হবে
ii. মাদকের ক্ষতিকর প্রভাব বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে হবে
iii. ঔষধ হিসেবে উৎপাদিত ও ব্যবহৃত মাদকজাতীয় দ্রব্যের নিয়ন্ত্রণ করতে হবে
খাসি ও মণিপুরি নৃগোষ্ঠীর বাস কোথায়?
কোন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস করে?
গারো, হাজং ও কোচ প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক কোথায় বসবাস করে?
বাংলাদেশের কোন এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী সমতলবাসী হিসেবে পরিচিত?
বর্মণ বলতে কী বোঝায়?
বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
নৃতাত্ত্বিক বিচারে চাকমারা কোন নৃগোষ্ঠীর লোক?
চাকমারা কয়টি দেশে বসবাস করে?
রাব্বি ভারতের অরুণাচলে বেড়াতে গিয়েছিল। সেখানে বাংলাদেশে বসবাসরত কোন ক্ষুদ্র জাতিসত্তার লোকের দেখা পেতে পারে?
চাকমা সমাজের মূল অংশ কোনটি?
চাকমাদের পাড়াকে কী বলে?
চাকমা সমাজের মৌজার প্রধানকে কী বলা হয়?
চাকমা সার্কেল কী নিয়ে গঠিত হয়?
জনাব 'ক' নিজেদের তাঁতে বোনা কাপড় পরিধান করেন। 'পিনোন' এবং ‘হাদি’ তাদের দুটো বিশেষ পোশাক। জনাব ‘ক' কোন নৃগোষ্ঠীর মানুষ?
তাসফিক গ্রীষ্মের ছুটিতে ভারতের মেঘালয় রাজ্যে বেড়াতে গিয়েছিল। সেখানে সে বাংলাদেশে বসবাসরত কোন ক্ষুদ্র জাতিসত্তার দেখা পেতে পারে?
গারোরা বাস করে না কোথায়?
কোন নৃগোষ্ঠী নিজেদেরকে 'মান্দি' নামে পরিচয় দিতে পছন্দ করে?
গারো সন্তানেরা কার উপাধি ধারণ করে থাকে?
গারো পরিবারে সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে কে?
গারো পরিবারে কে সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে?
‘মাহারি’ শব্দটি কোনটিকে নির্দেশ করে?
মাহারি বা মাতৃগোত্র পরিচয় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজের মূলে রয়েছে?
বাংলাদেশের গারোরা কীভাবে জীবিকা নির্বাহ করে?
গারোদের প্রধান দেবতার নাম কী?