বঙ্গবন্ধুর ২৬শে মার্চ ১৯৭১-এ ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে কোন সরকার?
মুজিবনগর সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?
মুজিবনগর সরকারে পদাধিকার বলে সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
'খেউড়' ও 'খেমটা' হলো এক ধরনের-
হিন্দুস্থানি উচ্চাঙ্গ সংগীতের সাথে কোন অঞ্চলের সম্পৃক্ততা রয়েছে?
কোন গানের সুর থেকে আমাদের জাতীয় সংগীতের সুর নেয়া হয়েছে?
দীপার দেখা ধর্মীয় উপাসনালয়টি হলো—
সামিন কোন বইটি দেখেছে?
আশার প্রাপ্ত নমুনার সাথে সম্পৃক্ত করা যায়—
i. চর্যাপদ, বৌত্র সাধক
ii. লুইপা, কাহ্নপা
iii. আদি বাংলা সাহিত্যের নমুনা
নিচের কোনটি সঠিক?
সোমার জন্মদিনের উপহারটি কোন শিল্পকে প্রতিনিধিত্ব করে?
হুকের কোন ক্রমিকের সাহিত্য শিল্পটির ধারা ভিন্ন প্রকৃতির?
ঢাকার স্থাপত্যশিল্পের চমৎকার নিদর্শন চিনি টিকরি মসজিদ কোথায় অবস্থিত?
ইমামবাড়া, হোসেনি দালান কোন সম্প্রদায়ের স্থান?
কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
নিচের কোনটি ঔপনিবেশিক যুগের প্রত্ননিদর্শনের সাক্ষ্য বহন করে ?
বাহাদুর শাহ পার্কের সাথে জড়িয়ে আছে—
i. ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
ii. ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নাম
iii. ঢাকার নওয়াব আবদুল গণির নাম
অনুচ্ছেদের রফিক যে মসজিদে নামাজ পড়তে যায় তা কোন যুগের?
ওই যুগে নির্মিত অন্যান্য মসজিদ হলো—
i. সিতারা বেগম মসজিদ
ii. বেচারাম দেউড়ি মসজিদ
iii. কলুটোলা জামে মসজিদ
সাটুরিয়া বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত?
কোন প্রত্ননিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত?
প্রত্ননিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয় কোথায়?
তাহি তার মায়ের সাথে একটি জাদুঘরে যায়। সেখানে সে পাথরের ফুলদানি, সরস্বতী ও বিষ্ণুমূর্তি দেখতে পায়। তাহির দেখা জাদুঘরটি কোথায় অবস্থিত?
প্রাচীনকালে সোনারগাঁও ছিল —
i. প্রশাসনিক শহর
ii. বিনোদনের জায়গা
iii. ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র
পানাম নগরের সুদৃশ্য ইমারতগুলো তৈরি হয়েছে –
i. ইউরোপীয় প্রকৌশল রীতিতে
ii. মোগল স্থাপত্য কৌশলে
iii. ডরিক রীতি অনুসরণে
মাহি ছোট মামার সাথে জাতীয় জাদুঘরে ঘুরতে গিয়েছে। সেখানে মাহি যে আমলের প্রত্ননিদর্শন দেখেছে—
i. নবাবি আমলের
ii. জমিদার আমলের
iii. ইংরেজ আমলের
উদ্দীপকে উল্লেখিত ঈসা বা কাদের অন্তর্ভুক্ত ছিলেন?
জনাব কামালের শিক্ষার্থীদের এ ধরনের জায়গায় নিয়ে যাওয়ার কারণ হলো—
i. ঈশা খাঁর নিত্য ব্যবহৃত জিনিসপত্র দেখানো
ii. তাদের সেই সময়ের জমিদারদের সম্পর্কে জানানো
iii. পরবর্তী প্রজন্মকে পুরনো ঐতিহ্য সম্পর্কে জানানো
রিতার বাবা রিতাকে কোন ভবনে নিয়ে যান?
উক্ত জাদুঘর সম্পর্কে যা যথার্থ -
i. প্রত্ননিদর্শন দেখা যায়
ii. প্রত্নতত্ত্ব বিভাগ এটি পরিচালনা করে
iii. ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়
নবীন কোন জাদুঘর পরিদর্শন করেছে?
নবীন উক্ত জাদুঘর পরিদর্শনের ফলে—
i. পুরোনো ইতিহাস জানতে পারবে
ii. দেশের ঐতিহ্য সম্পর্কে অবগত হবে
iii. জ্ঞান অর্জনে সহায়ক হবে
সামান্থার সুষ্ঠু বিকাশের জন্য তার বাবা তাকে বুলবুল সংগীত শিক্ষা কেন্দ্ৰে ভর্তি করে দেন। সামান্থার ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব রয়েছে?
সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
কে পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে?
কোনটি স্থানীয় সমাজের উপাদান?
সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে শিশুর বুদ্ধিবৃত্তি ও সুকুমার বৃত্তি জেগে উঠে। এই বোধ তাকে কী শেখায়?
শৈশবে কার সাথে খেলাধুলার আকর্ষণ শিশুর কাছে অপ্রতিরোধ্য?
শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা একে অপরকে কী শেখায়?
আবরার নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করে। তার মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে উঠেছে। উক্ত প্রতিষ্ঠান কোন ক্ষেত্রে ভূমিকা রাখছে?
মানুষকে সচেতন ও সংগঠিত করে কোনটি?
নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে মানুষকে উদ্বুদ্ধ করে কোনটি?
সামাজিকীকরণ হলো—
i. চলমান প্রক্রিয়া
ii. জৈবিক সত্তাকে সামাজিক সত্তায় রূপান্তর
iii. সমাজের নিয়ম-রীতি আয়ত্ত করার পদ্ধতি
সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি আয়ত করে—
i. নিয়মনীতি
ii. মূল্যবোধ
iii. বিশ্বাস ও আদর্শ
নিচের কোনটি সঠিক
রহিম তার বাড়ির পাশে খেলার মাঠে সমবয়সী ছেলেমেয়েদের সাথে নিয়মিতভাবে খেলাধুলা করে। রহিমের মধ্যে যে আচরণগুলো পরিলক্ষিত করা যায় তা হলো—
i. নেতৃত্ব
ii. সচেতনতা
iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক ?
তানিয়া ছায়ানটের একজন নিয়মিত শিল্পী। প্রতি সপ্তাহেই সে ক্লাস করতে যায়। এর মাধ্যমে তার মধ্যে বিকশিত হবে—
i. রাজনৈতিক ক্ষমতাii. সুকুমার বৃত্তি
iii. সৌন্দর্যবোধ
উক্ত প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি—
i. সমাজের নিয়ম-নীতি পালনে অভ্যস্ত হয়ে ওঠে
ii. সঠিক আচরণ করতে শেখে
iii. সুনাগরিক হয়ে ওঠে
উদ্দীপকের রাজিন পড়াশোনায় অমনোযোগী হয়েছে কেবল —
রাজিনের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য প্রয়োজন-
i. খারাপ বন্ধু ত্যাগ করা
ii. ভালো সঙ্গীর সংস্পর্শে আসা
iii. পিতা-মাতা ও বড়দের অনুসরণ করা
রূপাইয়ের আচরণিক পরিবর্তনের প্রক্রিয়াকে কী বলে?
রূপাই-রিভুর বন্ধুত্বের ফলে রূপাইয়ের মধ্যে—
i. নেতৃত্বের বিকাশ ঘটে
ii. সহনশীলতার মনোভাব গড়ে ওঠে
iii. সহযোগিতার মনোভাব জাগে