উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় উৎসবটি কী উদ্দেশ্যে পালন করা হয়?
উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে?
উক্ত গোষ্ঠীর সামাজিক জীবন —
i. মাতৃসূত্রীয়
ii. পিতাই পরিবারের প্রধান
iii. পারিবারিক সিদ্ধান্তে মেয়েদের মতামতকে বেশ গুরুত্ব দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
রফিকের সাথে কোন নৃগোষ্ঠীর দেখা হয়েছিল?
উক্ত নৃগোষ্ঠীর জন্য প্রযোজ্য হলো—
i. বৌদ্ধ ভিক্ষু 'ভান্তে'দের দেখা পাওয়া যায়
ii. মাচা পেতে ঘর তৈরি করে
iii. ঘরবাড়ি বাঁশ, কাঠ ও ছনের তৈরি
বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীরা পড়া শুরু করলে শিক্ষক তাদের বললেন, খেলার সময় শোলমাল করা উচিত না। এ 'গোলমাল' শব্দটি করে শব্দততার থেকে এসেছে।
বিভিন্ন গোষ্ঠীর শব্দভান্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে -
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় শব্দন্ডার থেকে কোন শব্দগুলো এসেছে ?
নতুন বছরকে বরণ করতে বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে যা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি উৎসবের সাথে মিলে যায়। এটির নাম কী?
ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈসাবি উৎসব কেন পালন করে?
বাঙালির নবান্ন উৎসবের সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোন উৎসবের মিল আছে?
খাসিয়া ও মণিপুরিদের উৎপাদিত পণ্য কী?
পান উৎপাদনে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী এগিয়ে আছে?
বাংলাদেশের একটি নৃগোষ্ঠী শাড়ি ও শাল রপ্তানি করে। এই নৃগোষ্ঠীর নাম কী?
গারোদের উৎপাদিত পণ্য কোনটি?
কোনটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রায় বাঙালি সংস্কৃতির প্রভাবের ফল?
ঝুমুর নাচ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ?
চাকমাদের জনপ্রিয় নৃত্য কোনটি?
অরুণ চাকমা তার রাখাইন বন্ধুদের সাংগ্রাই উৎসবে প্রতিবছর অংশগ্রহণ করে। এতে দুজনের সাংস্কৃতিক ক্ষেত্রে কী স্থাপিত হবে?
ত্রিপুরাদের কোন নৃত্যটি জনপ্রিয়?
উদ্দীপকের আনুচিং মগিনি কোথায় ডাক পেয়েছে?
আনুচিং মগিনির মতো নারীদের অংশগ্রহণে ফুটে উঠেছে—
i. ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে বাঙালির বিনিময়
ii. আঞ্চলিক বৈষম্য
iii. নৃগোষ্ঠী ও বাঙালির সংমিশ্রণ
বাঙালির নবান্ন আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওয়ানগালা হলো-
i. দুটি উৎসবই কৃষিকেন্দ্রিক
ii. দুটি উৎসবই জীবিকাকেন্দ্রিক
iii. দুটি উৎসবই নববর্ষের
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী খেলোয়াড়দের অংশগ্রহণ চোখে পড়ে—
i. জাতীয় মহিলা ফুটবল দলে
ii. জাতীয় খো খো দলে
iii. জাতীয় মহিলা হকি দলে
প্রাকৃতিক বস্তুকে মানুষ কাজে লাগায় কীভাবে?
বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটি?
কৃষক মিজান মিয়া তার উৎপাদিত ফসল বিক্রি করে তিন ছেলেমেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। মিজান মিয়ার ভালো ফলনের পিছনে আমাদের কোন সম্পদ অগ্রণী ভূমিকা রেখেছে?
বাংলাদেশের সমতল ভূমি কেমন?
আমাদের দেশের সমতল ভূমির মাটি কোনটির জন্য উপযোগী?
বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বছরে কতটি ফসল উৎপন্ন হয়?
বাংলাদেশে পাহাড়ি এলাকার পরিমাণ কত শতাংশ?
বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.। এদেশের পাহাড়ি এলাকার আয়তন কত বর্গ কি. মি.?
কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়?
কোন প্রাকৃতিক সম্পদ হতে বিদ্যুৎ উৎপন্ন করা যায়?
কোনটি বাংলাদেশে মালামাল পরিবহন ও যোগাযোগের সহজ মাধ্যম?
বাংলাদেশের নদ-নদীতে কোন সম্পদটি বিপুল পরিমাণ রয়েছে?
কোনটি খনিজ সম্পদ?
দেশের কত অংশ সমতল ভূমি ও জলাভূমির আওতাভুক্ত?
বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত?
বাংলাদেশের ভূ-ভাগের কত ভাগ হচ্ছে বন?
প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কোন সম্পদের গুরুত্ব সর্বাধিক?
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশে শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
পুঁটি মাছ বাংলাদেশের খাল-বিল, নদ-নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি কোন পানির মাছ?
কোন সমুদ্র বন্দরটি দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত?
বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে রয়েছে—
কোন উৎস থেকে আমরা খাবার লবণ পেয়ে থাকি?
করিম মিয়া কাঠ ও গোলপাতা দিয়ে বিভিন্ন আসবাব এবং ঘরবাড়ি নির্মাণ করল। এগুলো কোন সম্পদ?
কোন সময়ে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত?
প্রাচীনকালে মানুষ কোথা থেকে খাদ্য সংগ্রহ করত?
প্রাচীনকাল থেকে শুরু করে কোন যুগ পর্যন্ত মানুষ, শুধু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করত?