একই হার সুদের ৩০০ টাকার ৪ বছরের সুদ এভং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ২২২ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
চারটি শিশু নিজেদের বেশ কিছু খেলনা নিয়ে একসাথে খেলতে বসেছে। মোট খেলনার দশ ভাগের এক ভাগ প্রথম শিশুটির। 1 প্রথম শিশুর চেয়ে দ্বিতীয় শিশুর ১২টি এবং তৃতীয় শিশুর ১টি বেশী খেলনা রয়েছে। চতুর্থ শিশুর কাছে তৃতীয় শিশুর দ্বিগুণ পরিমাণ রয়েছে। সর্বমোট খেলনার সংখ্যা কত?
আয়তক্ষেত্র আকৃতির একটি মাঠের ক্ষেত্রফল ৩০০ বর্গফুট এবং পরিধি ৭০ ফুট। মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
একজন গাড়ির দালাল গাড়ির বিক্রয় মূল্যের উপর ৬% কমিশন নেয়। একটি গাড়ি বিক্রি করিয়ে দিয়ে যদি সে ৮,৮৮০ টাকা পায়, তাহলে গাড়ির বিক্রয়মূল্য কত?
সম্প্রতি প্রথম আলো একটি জরীপ চালিয়ে বোঝার চেষ্টা করে যে তাদের পাঠকদের মধ্যে কতজন একুশে টিভি, এটিএন ও সময় টিভি দেখেন অথবা এই তিনটির কোনটিই দেখেন না। জরীপে দেখা যায় যে ৫৯% মানুষ একুশে টিভি, ৪৮% এটিএন এবং ৪৬% সময় টিভি দেখেন। ২৯% একুশে টিভি এবং এটিএন, ২০% এটিএন ও সময় টিভি এবং ৩০% একুশে টিভি ও সময় টিভি দেখনে। ৯% মানুষ এই তিনটি টিভি চ্যানেলই দেখেন। জরীপে অংশ নেয়া শতকরা কতজন মানুষ এই তিনটি টিভির কোনটিই দেখেন না?