এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের উপর ১০% ছাড় দিয়ে ২০% লাভ করে। দ্রব্যটির ক্রয়মূল্য ৩০০ টাকা হলে ঐ দ্রব্যটির ধার্যমূল্য কত টাকা?
a - b = 7 এবং ab = 60 হলে, a2 + b2 এর মান নির্ণয় করুন।
AB রেখার বিয়ারিং ১৪২° ৩০' এবং ABC কোন ১২০° ৩৮' হলে BC রেখার বামাবর্তে বিয়ারিং কত?
3x - 2y + 5z এর বর্গ নির্ণয় কর।
একটি চৌবাচ্চার দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। প্রথম নলটি ৯ ঘণ্টায় এবং দ্বিতীয় নলটি ১২ ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণকরতে পারে। উভয় নল দ্বারা কয়েক ঘণ্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় নলটি পরবর্তী ২ ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। চৌবাচ্চাটি ক ঘণ্টায় পূর্ণ হয়েছিল?