উৎপাদকে বিশ্লেষণ করুন : x2 + 12x + 35
পুকুরের বিপরীত দুই পাড়ে দুটি বিন্দু A ও B । A বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B তে স্টাফ পাঠ যথাক্রমে ১.৯৮ মি. ও ২.৪৫মি. B বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B স্টাফ পাঠ যথাক্রমে ২.৪৮৫ মি. ও ৩.৪০৫ মি. পাওয়া গেল। A ও B বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য কত?
সমাধান করুনঃ ১-১২২-১-১৩২
একটি চৌবাচ্চা ক নল দিয়ে ১২ মিনিটে খালি হয়ে যায়। একই চৌবাচ্চা খ নল দিয়ো ৮ মিনিটে ভর যায়। দুটি নল একসাথে চালু করা হলে চৌবাচ্চাটি কত মিনিটে ভরে যাবে।
বেঞ্চমার্ক কি?