একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার । ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেওয়ালগুলো ১৫ সে.মি পুরু হলে, চার দেওয়ালের আয়তন কত?
সরকার ২০% টাকা ভর্তুকি দেয়ার পর একটি পণ্যের মূল্য দাঁড়ালো ২৪ টাকা। সরকার পণ্য প্রতি কত টাকা ভর্তুকি দিল?
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। অতিভূজের দৈর্ঘ্য কত?
রহিম সাহেবের ২৪,০০০ টাকা আছে। তিনি এই টাকার ৫১২ অংশ এতিমখানায় ৩৮ অংশ শিক্ষা প্রতিষ্ঠানের দান করলেন। তার কাছে কত টাকা আছে?
যদি a + b + c = 0 হয় তবে b+c23bc+c+a23ca+a+b23ab এর মান কত?
উৎপাদক নির্ণয় করুন : 2x2 - 3x - 20