একটি বই ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুন লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ২০ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?
নদীতে স্রোত না থাকলে এবং স্রোত থাকলে একজন সাঁতারু ১০০ মিটার প্রশস্ত একটি নদী যথাক্রমে ৪ ও ৫ মিনিটে সোজাসুজি পার হতে পারে। স্রোতের বেগ কত?
a+b=3 এবং ab=2 হলে, a3 + b3 এর মান নির্ণয় কর?
সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন কমে যায়। তার আমানতের মোট পরিমাণ র উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমান কত?