গাড়ি প্রতি লিটার পেট্রোলে ১০ কি.মি. যায়। সড়কপথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৭০ কি.মি. পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন হবে?
এক ব্যক্তি ১,০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের বছরে ৫% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। ৩ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে?
অসীম ৬ কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং B কিমি/ঘন্টা বেগে তার বাড়িতে ফিরে আসে। যদি তার সব মিলিয়ে ১০ ঘণ্টা সময় লাগে, তাহলে তার অফিস ও বাসার মধ্যে দূরত্ব কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯:২। ৫বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ১০:৩ । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?