১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে। ঐ কাজটি ১০ দিনে করতে হলে কত জন লোক নিয়োগ করতে হবে?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ২০ বছর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?
মান নির্ণয় করুন: x+1x=a হলে , x3+1x3 =?
একটি প্যাকেটে ৫২০ টি মার্বেল আছে। এতে আর কতগুলো মার্বেল যোগ করলে এগুলো ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট। কামরাটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। তাদের বয়সের অনুপাত ৭ বছর পূর্বে ছিল ৫ : ২। তাদের বর্তমান বয়স কত?