আপীলাত যুগ্ম কর কমিশনার আপীল মামলা নিষ্পত্তির পর ৬০ (ষাট) দিনের মধ্যে আপীলকারী করদাতার নিকট আপীল আদেশ পৌঁছাইবেন।
তিন লক্ষ টাকার উপরে আয় এমন 'কোম্পানী' মার্যাদার করদাতার ক্ষেত্রে রিটার্নের সহিত সম্পদ বিবরণী দাখিল করিতে হয়।
সরকারী কর্মকর্তা/কর্মচারীদের বেতনের উপর কোন কর ধার্য হয় না।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ কোন তারিখ থেকে কার্যকর হয়েছে?
বাংলাদেশে প্রতি বছর কোন তারিখে 'আয়কর দিবস' পালিত হয়?
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ কোনটি?
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষের (Income Tax Authority) নাম লিখুন।
বাণিজ্যিক গৃহ সম্পত্তি হতে আয় নিরূপণের ক্ষেত্রে 'মেরামত ও রক্ষণাবেক্ষণ' খাতে অনুমোদনযোগ্য খরচের পরিমাণ 'বার্ষিক মূল্য' (Annual Value) এর কত ভাগ?
ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগ ভাতার সর্বোচ্চ সীমা কত?
কোন করদাতার ক্ষেত্রে সর্বশেষ আয়বর্ষে কত টাকার অধিক আয় নিরূপিত হলে অগ্রিম আয়কর প্রযোজ্য হয়?
উপ-কর কমিশনার কর্তৃক ব্যক্তি করদাতার করাদেশের বিরুদ্ধে আপীল দায়েরের ক্ষেত্রে আপীল ফি এর পরিমাণ কত?
ব্যক্তি করদাতার আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারেন?
ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নীট সম্পদের পরিমাণ কত টাকার অধিক হলে সারচার্জ প্রযোজ্য হবে?
করমুক্ত সীমার অধিক আয় আছে এমন ব্যক্তি করদাতার ২০১২-২০১৩ কর বর্ষে ন্যূনতম প্রদেয় আয়করের পরিমাণ কত?
ব্যক্তি করদাতার দুটি করমুক্ত আয়ের খাত উল্লেখ করুন।
AIT
NBR
ADR
TIN
ITP