অগ্রীম আয়কর প্রদানের ৪টি কিস্তির সময়সীমা (তারিখ) উল্লেখ করুন।
১ম কিস্তি-, ২য় কিস্তি-, ৩য় কিস্তি-, ৪র্থ কিস্তি-
কোন কর নির্ধারণী আদেশে করদাতা সংক্ষুব্ধ হইলে তিনি কি উক্ত আদেশের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা দায়ের করিতে পারেন?
একজন ব্যক্তির ব্যবসা বা পেশা খাতে আয় ভিন্ন অন্য কোন আয় নাই। কিন্তু তিনি হিসাবের সঠিক খাতাপত্র সংরক্ষণ করেন না। তিনি কি সার্বজনিন স্বনির্ধারণী পদ্ধতিতে তাহার আয়কর রির্টান দাখিল করিতে পরিবেন?
অর্থ আইন, ২০১১ মোতাবেক 'ব্যক্তি' মর্যাদার করদাতার আয়ের কর অনারোপনযোগ্য সীমা কত?
বেতন আয় এর ধারা উল্লেখ করুন।
আয়কর অধ্যাদেশে, ১৯৮৪ এর ৭৫ ধারা মোতাবেক কোম্পানী ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে প্রতি বৎসর কোন তারিখের মধ্যে রিটার্ন দাখিল করিতে হয়?
অগ্রীম আয়কর প্রদানের ধারা কত?
কর কমিশনার (আপীল) এর আদেশের বিরুদ্ধে কোথায় আপীল দায়ের করিতে হয়?
সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি (Universel Self Assessment) কোন বিধি দ্বারা নিয়ন্ত্রিত?
Business Loss সর্বোচ্চ কত বৎসর পর্যন্ত Carry forward করা যায়?
কোন করদাতা কর্তৃক তাহার চা বাগানে চাষকৃত এবং তাহার নিজস্ব ফ্যাকটরীতে উৎপাদিত চা এর বিক্রয়লব্ধ আয় কোন খাতের (Head) আয় হিসাবে গন্য হইবে?
আয়কর অধ্যাদেশের ১৯(১৯) ধারার উল্লেখিত অতিরিক্ত অংক কোন খাতের আয় হিসাবে গন্য হইবে?
কোন প্রাইভেট লিমিটেড কোম্পানী কর্তৃক স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে পূর্ববর্তী বৎসরের আয় অপেক্ষা কত শতাংশ আয় বেশী দেখাইলে তাহা উপকর কমিশনারের নীরিক্ষা (Audit) আওতায় পড়িবে না?
গ্র্যাচ্যুইটি বেতন অন্তর্ভুক্ত নহে
অগ্রীম বেতন বেতনের অন্তভুক্ত হইবে।
জরিমানা কর (Tax) এর অন্তর্ভুক্ত।
মূলধনী সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে দান Transfer এর সংজ্ঞাভুক্ত হইবে।
আয়কর অধ্যাদেশের ১২১ ধারায় কর কমিশনারের কোন ক্ষমতাই নাই।
নির্ধারিত সময়ের মধ্যে করদাতা কর্তৃক রিটার্ন দাখিলে ব্যর্থতার কারণে ১২৪ ধারা মোতাবেক উপ-কর কমিশনার কর্তৃক জরিমানা আরোপের ক্ষেত্রে পরিদর্শী যুগ্ম/অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন গ্রহণ করিতে হয় না।
খেলাপী কর দাতাদের (Assessee in Default) নিকট হইতে কর আদায়ের প্রয়োজনে উপকর কমিশনার করদাতার ব্যাংক হিসাব (Attach) করিতে পারেন।