ITP
গৃহ সম্পত্তি হতে আয় নিরূপণের ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ আলোচনা কর।
করযোগ্য আয় থাকা সত্বেও একজন করদাতা অজ্ঞতা বশতঃ ১৯৯৬-৯৭ কর-বর্ষের রিটার্ন দাখিল করেননি। আয়কর অফিস থেকেও তাকে কোন নোটিশ করা হয়নি। তিনি এখন ঐ বছরের রিটার্ন দিয়ে আয়কর দিতে চান। তিনি কি তা পারবেন? একজন আয়কর আইনজীবি হিসেবে আপনি তাকে এ বিষয়ে যে পরামর্শ দেবেন তা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর সংশ্লিষ্ট বিধানের আলোকে সংক্ষেপে লিখুন। ২০০৭-২০০৮ কর-বর্ষের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতার এবং ফার্মের আয়করের হার কি?
অর্থ আইন ২০১১ মোতাবেক 'ব্যক্তি' মর্যাদার করদাতার ক্ষেত্রে প্রযোজ্য আয়করের হার উল্লেখ করুন।
আয়কর বিধি ১৬ মোতাবেক ঠিকাদার/সরবরাহকারীদের বিল পরিশোধকালে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে অগ্রীম কর কর্তনের হার বর্ণনা কর।
উপ-কর কমিশনার কর্তৃক ৮৪ ধারায় কর নির্ধারণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।