অর্থ আইন ২০১১ মোতাবেক 'ব্যক্তি' মর্যাদার করদাতার ক্ষেত্রে প্রযোজ্য আয়করের হার উল্লেখ করুন।
গৃহ সম্পত্তি হতে আয় নিরূপণের ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ আলোচনা কর।
করযোগ্য আয় থাকা সত্বেও একজন করদাতা অজ্ঞতা বশতঃ ১৯৯৬-৯৭ কর-বর্ষের রিটার্ন দাখিল করেননি। আয়কর অফিস থেকেও তাকে কোন নোটিশ করা হয়নি। তিনি এখন ঐ বছরের রিটার্ন দিয়ে আয়কর দিতে চান। তিনি কি তা পারবেন? একজন আয়কর আইনজীবি হিসেবে আপনি তাকে এ বিষয়ে যে পরামর্শ দেবেন তা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর সংশ্লিষ্ট বিধানের আলোকে সংক্ষেপে লিখুন। ২০০৭-২০০৮ কর-বর্ষের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতার এবং ফার্মের আয়করের হার কি?
আয়কর বিধি ১৬ মোতাবেক ঠিকাদার/সরবরাহকারীদের বিল পরিশোধকালে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে অগ্রীম কর কর্তনের হার বর্ণনা কর।
উপ-কর কমিশনার কর্তৃক ৮৪ ধারায় কর নির্ধারণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।