ন্যূনতম বর্গ পদ্ধতির মাধ্যমে x এর উপর y এর নির্ভরণ সমীকরণটি নিরূপণ করুন।
দৈব পরীক্ষা
নমুনা ক্ষেত্র
পরিপূরক ঘটনা
সম-সম্ভাব্য ঘটনা ।
প্রমাণ করুন যে, দুটি ঘটনা একত্রে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না।
বড়জোড় ২টি লাল বল
কম পক্ষে দুটি কালো বল ।
বিন্যাস অপেক্ষকের সংজ্ঞা দিন। উহার ধর্মগুলো লিখুন।
E(ax + b) = aE (x) + b [a এবং b ধ্রুবক ]
V (ax-b)=a2V(x).
K এর মান নির্ণয় করুন ।
x ও y এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করুন।
পৈঁসু চলকের সংজ্ঞা দিন। উহার পরিঘাত উৎপাদক অপেক্ষক নির্ণয় করুন।
প্রমাণ করুন যে পৈসু বিন্যাসের গড় ও ভেদাংক সমান।
যদি P ( x = ০ ) = ২ P ( x = ১) = ৯p (x = ২ ) হয়, তবে দ্বিপদী বিন্যাসের পরামিতিদ্বয়, গড় ও ভেদাংক নির্ণয় করুন।
সূচক সংখ্যার সংজ্ঞা দিন। সূচক সংখ্যায় ব্যবহৃত ভিত্তি বৎসর ও চলতি বৎসরের পার্থক্য লিখুন।
প্রমাণ করুন যে, ফিশারের সূচক সংখ্যা একটি আদর্শ সূচক সংখ্যা ।
কালীন সারির সাধারণ ধারা নির্ণয়ে ন্যূনতম বর্গপদ্ধতি বর্ণনা করুন।
ভেদাংক বিশ্লেষণ বলতে কী বুঝায়? ভেদাংক বিশ্লেষণের উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করুন।