জীবনযাত্রার ব্যয় সুচক সংখ্যা বলতে কী বুঝায়? এই সুচক সংখ্যা নির্ণয়ের ধাপসমূহ লিখুন। শৃংখলিত সুচক সংখ্যার ধারণা ব্যাখ্যা করুন।
জীব পরিসংখ্যান কী? নিচের ধারণাগুলোর সংজ্ঞা দিন।
(i) স্থানান্তর; (ii) GFR; (iii) TFR; (iv) নির্ভরশীলতার অনুপাত।
সরল দৈব নমুনায়ন ও ধারাবাহিক নমুনায়ন কাকে বলে? একটি সমগ্রকের উপাদানসমূহ 2, 4, 6, 8 এবং 10 হলে এখান থেকে 2 আকারের সম্ভাব্য সকল দৈব নমুনা পুনঃস্থাপনসহ চয়ন করুন এবং প্রমাণ করুন,
(i) Ey¯=Y¯;
(ii) Vy¯=δ2n
প্রশ্নমালা কাকে বলে? একটি আদর্শ প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলো লিখুন।
পরীক্ষণের নকশা বলতে কী বুঝায়? পরীক্ষণের নকশার মূলনীতিগুলো ব্যাখ্যা করুন।
দৈবায়িত ব্লক নকশা কী? এই নকশার ক্ষেত্রে উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করুন।
পরিসংখ্যানের সংজ্ঞা দিন। পরিসংখ্যানের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন।
তথ্য কী? প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের পার্থক্য লিখুন।
গবেষণায় গণসংখ্যা নিবেশনের গুরুত্ব বর্ণনা করুন।
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সংজ্ঞা দিন। যে কোনো তিনটি পরিমাপ দোষ- গুণসহ বর্ণনা করুন।
প্রমাণ করুন যে, G = G1 G2 যেখানে n1 = n2 =n [প্রতীকগুলো চিরাচরিত]
১,২,৪……..2n ধারাটির AM, GM এবং HM নির্ণয় করুন।
বিস্তার কী? বিস্তারের পরম ও আপেক্ষিক পরিমাপের মধ্যে পার্থক্য লিখুন।
দুটি অসম ধনাত্বক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করুন যে, MD = SD = R2 [প্রতীকগুলো চিরাচরিত]
১ম n স্বাভাবিক সংখ্যার বিভেদাংক নির্ণয় করুন।
শোধিত পরিঘাতের সংজ্ঞা দিন। K তম শোধিত ও অশোধিত পরিঘাতের মধ্যকার সম্পর্কটি প্রতিষ্ঠা করুন।
সূঁচলতার সংজ্ঞা দিন। বিভিন্ন প্রকার সূঁচলতার সচিত্র বর্ণনা দিন।
β1 এবং β2 এর উপর মূল ও মাপনীর প্রভাব পরীক্ষা করুন।
সংশ্লেষ ও নির্ভরণের সংজ্ঞা দিন। সংশ্লেষ ও নির্ভরণের মধ্যে পার্থক্য লিখুন।
প্রমাণ করুন যে, সংশ্লেষাংক মূল ও মাপনীর পরিবর্তন হতে স্বাধীন।