What would be the best meaning of the word “conscience” in the given context?
What would be the appropriate replacement of the word “however’ in the expression” however the fates may play?
How are rectitude and sincerity of our action help us ultimately , according to the author?
Fro which category of the eminent person’s speech’ speech the extract is taken, is taken, religious preacher businessman/teacher/politician?
কর্ম মুখর পৃথিবীতে মানুষ তার কর্মময় জীবন নিয়ে বেঁচে থাকে। এই কর্মের সোনালি ফসল কিছু সে ভোগ করে , আর কিছু জগতের কল্যানের জন্য নিবেদন করে। এ পৃথিবীতে মানুষের জীবন নশ্বর তাই নশ্বর জীবনে যা কিছু ভোগ করা হয় , জীবন অতিবাহিত হওয়ার পথে তা নিঃশেষিত হয়ে যায়। এ জগতে যারা স্বার্থপর তাদের জীবনে ভোগের পরিমান বেশি। কিন্তু যারা কল্যানকামী , যারা ত্যাগ স্বীকার করে মানবকল্যানের জন্য নিজদের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন , তাদের মৃত্যুর সাথে সাথে সে জীবন নিঃশেষিত হয়ে যায় না। ব্যাক্তিমানুষের মৃত্যু ঘটে, কিন্তু কীর্তি বেঁচে থাকে। তাই যে ব্যাক্তি জনগনের কল্যানে কিছু করে , মানবজীবনে তা অমর হয়ে রয়ে যায়। বিশ্বসভ্যতার ইতিহাসে দৃষ্টি নিবন্ধ করলে দেখা যায় , জগতে যারা মানবকল্যানে কিছু দিয়ে গেছেন তারাইওমর হয়ে আছেন। মহাকালের করাল গ্রাসে সবই চলে যায় , কিন্তু বেঁচে থাকে তার সুকীর্তি। সেই মহৎ কীর্তি জগতে অমর হয়ে থাকে। সকৃতজ্ঞ জনগন তার অবর্তমানে তার দানের ভার বহন করে।
Scaling up investments in green infrastructure , particularly in renewable energy will required leveling the playing field in competing with the traditional carbon emission, by redirecting support subsidies and incentives towards the green alternatives and away from traditional ones in the domestic scene; as also by opening up to imports from green source abroad . Such reforms are typically slow, beset with challenge of overcoming resistance of vested interests in traditional business as usual options. Multilateral development financing institutions like the world Bank and ABD can take large role in helping developing economy governments with know how and resource support in green IFC investments. Bangladesh Bank is working with IFC in promoting the privet sector’s awareness of green growth opportunities, to draw investors increasingly into green investment, local , foreign owned joint venture.
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব গটা দেশে পড়লেও দক্ষিন পশ্চিমাঞ্চলই যে সবচেয়ে বেশি আক্রান্ত, সে বিষয়ে সন্দেহ নেই। একাধিক কারণে সেখানকার মানুষের জীবন জিবীকা মারাত্মক হুমকির মুখে পড়বে। দেশের অন্যত্র জনসংখ্যা বাড়লেও জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় খুলনা এলাকার এক দশকের জনসংখ্যা ৬০ হাজার কমে গেছে । উপকূলীয় বেড়ি বাধ ভেঙ্গে কৃষি জমিতে লবন পানি প্রবেশ করলেও প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালী চিংড়ি চাশীরা বাদ কেটে দিয়ে ফের লোনাপানি ঢুকিয়ে বাগদা চিংডির চাষ করছেন। লবনাক্ততার কারণে সামাজিক ভাবে দক্ষিন পশ্চিমাঞ্চলে, জীব বৈচিত্র্য , পরিবেশ , কৃষি ও মাংস সম্পদ ধ্বংস হছে। লবনাক্ততা কমাতে হলে উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে, বন্ধ করতে হবে সমুদ্রের লবন পানির প্রবেশ। এর পাশাপাশি শুকিয়ে যাওয়া নদীগুলো খনন করে নাব্যতা বাড়াতেহবে । সম্প্রতিক কালে দক্ষিন পশ্চিমাঞ্চলে সীমিত পর্যায়ে লবনাক্ততা সহনীয় ধান উৎপাদন করা হলেও কৃষক খুব বেশি লাভবান হচ্ছে না। এই ধানের মান আরও বাড়াতে হবে। অন্যদিকে এই অঞ্চলে কৃষিজমিতে যাতে কেউ লবন পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করতে না পারে, সে জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে।
Write a paragraph from the words given below and add a suitable title: Rubbish, environment, household waste, hospital waste, fuel electricity, bottle, cons. polythene, recycle, companies, prevention, awareness, management, public , media , technology, bank finance power plant.
A customer of a bank had applied for a load of Tk. 500,000 agaisnt and old building and some shares, As a manager of the bank, write a tactful reply regretting the load on the security ground.
Write an essay on “BREXIT” and its impact on Bangladesh Economy.
“Tourism has emerged as one of the bigger industries of this decade,it disadvantages cannot” be overlooked” To what extent do you agree with this statement?
দেশের অর্থনীতিভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম হলো পোশাক শিল্প। যেখানে প্রায় ৪৫ লাখ শ্রমিক কর্মরত । এ সকলে শ্রমিকদের ব্যাংকিং সেবার প্রয়োজন থাকা সত্বেও ৮০ থেকে ৯০ ভাগের কোন ব্যাংক হিসাব না থাকায় তারা সব ধেরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত বেতন তুলতে হয়, গ্রামাঞ্চলে বাবা মা এবং ভাই-বোনের কাছ টাকা পাঠাতে হয়। শ্রমজীব এ বিপুল জনগোষ্ঠীয় কাছে ব্যাংকিং সেবা পৌছানোর ক্ষেত্রে দেশের প্রথাগত ব্যাংকিংয়ের চেয়ে উপর্জনকারী দূরে গেলেও বো অধিকতর উপযোগী প্রমাণিত হয়েছে। এই সেবা চালু হওয়ার পর থেকে সংসারের একমতা্র উপর্জনকারী দূরে গেলেও অনেকটাই নিশ্চিত থাকে পরিবারের অন্য সদস্যরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহকসেবা পাওয়া সম্বব। এই সেবা মানুষখে সঞ্চয় অভ্যাস গড়ে তুলতেও সহযোগিতা করে বলে সম্প্রতি আইএফসির এক গবেষণা জানা যায়। সুতরায় মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রসারিত হবে তাদের আর্থিক সেবা ততই সহললভ্য হবে।
শীর্ষ প্রবাসী জায় অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম হলেও গত বছর প্রবাসী আয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি বরং অনেক কমেছে। প্রবাসী জায়ের এই অধোগতি অব্যাহত থাকলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দেবে। কারণ অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো। প্রবাসী আয় কমে যাও পেশনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এটাই মূল কারণ হয়ে থাকে, তাহলে প্রবাসী আয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। পাশাপাশি আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। প্রবাসী আয় কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতাও একটি বড় কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ যৌ লক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সম শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
Write a sort note on “Providing Rural Finance by Commercial Banks of Bangladesh Challenges and Remedied”
জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথ্য জ্ঞানভিত্তিক অর্থনীতি এই সময়ের একটি আলোচিত বিষয়। জ্ঞানভিত্তিক অর্থনীতিতে কায়িক বা শারীরিক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি হয়ে থাকে। কৃষি ও শ্রমিক প্রোডাকশন ইকোনমি এর ঠিক উল্টো। জ্ঞান নির্ভর অর্থনীতিতে অনেক বেশি প্রবৃদ্ধি সম্ভব। এটা বলা বাহুল্য যে, একবিংশ শতাদ্বীর এই পৃথিবীতে মাথা উঁচু করে বিশ্বদরবারের দাঁড়াকে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথ্য অর্থনীতি কেনো বিকল্প নেই। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য একটি আরও গুরুত্বপূর্ণ । কেননা, ভিত্তিতেই কেবল এই বিপুল জনগোষ্ঠীকে একটি উৎপাদনশীল জনশক্তিতে রুপান্তরিত করা সম্ভব। ‘ডিজিটাল বাংলাদেশ’ এর যে স্বপ্ন তা আসলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনেরই রূপকল্প। সূচিন্তি তা পরিকল্পনা মাধ্যমে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে দ্রুতগিতিতে সামনে এগিয়ে নিয় যাওয়া সম্ভব
Write an Essay on “Prospect of Making Bangladesh as Middle Income Country by 2021”
Write a precis of the following passage with a suitable title:
Most men long for wealth, Wealth, they think, brings happiness. But often, wealth brings a deal of worry without much happiness. A millionaire is a very wealthy man, of course, but his great wealth is also a great responsibility. He may have many large estates and factories. Estates and factories usually need a lot of attention. There may be disputes between the millionaire and his workers over one trouble or another. These disputes may lead to strikes and conflicts, for which the millionaire may lose a lot of money. Or some gangster may kidnap the millionaire's child and demand a huge ransom for the safe return of the child. A very rich man, therefore, in spite of his great wealth, may not have an easy life. He has many worries. These worries may be greater than the worries of a poor man.
বাংলাদেলের তৈরি পোশাক কারখানা কর্ম পরিবেশের নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আমাদের দেশের অধিকাংশ লোকের সময়জ্ঞান নেই
গত কয়েক বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি আছে।