জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথ্য জ্ঞানভিত্তিক অর্থনীতি এই সময়ের একটি আলোচিত বিষয়। জ্ঞানভিত্তিক অর্থনীতিতে কায়িক বা শারীরিক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি হয়ে থাকে। কৃষি ও শ্রমিক প্রোডাকশন ইকোনমি এর ঠিক উল্টো। জ্ঞান নির্ভর অর্থনীতিতে অনেক বেশি প্রবৃদ্ধি সম্ভব। এটা বলা বাহুল্য যে, একবিংশ শতাদ্বীর এই পৃথিবীতে মাথা উঁচু করে বিশ্বদরবারের দাঁড়াকে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথ্য অর্থনীতি কেনো বিকল্প নেই। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য একটি আরও গুরুত্বপূর্ণ । কেননা, ভিত্তিতেই কেবল এই বিপুল জনগোষ্ঠীকে একটি উৎপাদনশীল জনশক্তিতে রুপান্তরিত করা সম্ভব। ‘ডিজিটাল বাংলাদেশ’ এর যে স্বপ্ন তা আসলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনেরই রূপকল্প। সূচিন্তি তা পরিকল্পনা মাধ্যমে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে দ্রুতগিতিতে সামনে এগিয়ে নিয় যাওয়া সম্ভব