Explain the information contained in the following table.

Production of Crops in Country XYZ

DivisionsRice (Million Tons)Wheat (Million Tons)
2007201720072017
A50702012
B55352540
C70953222
D62601617
E56755030

Created: 3 months ago | Updated: 2 months ago

Related Questions

Translate into English

দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। আর এ সুযোগে একটি চক্র গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ গ্রাহক পণ্য কিনে নানাভাবে প্রতারণা শিকার হচ্ছেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহ করার ঘটনা প্রায়ই ঘটছে। অনলাইনে প্রতারণার শিকার হলে ও বিষয়ে সংশ্লিষ্ট সাইট এবং প্রতারণার ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে পণ্য কেনা বা হাতে পাওয়ার তারিখ হতে ৩০ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে হবে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা প্রদানের আদেশ দেবে অধিদপ্তর। এ জরিমানা হিসেবে যে টাকা আদায় করা হবে তার ২৫ শতাংশ টাকা ক্ষতিগ্রস্ত ভোক্তাকে দেওয়া হবে । সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়েও আদালতে মোকদ্দমা দায়ের করা যায় ৷

Created: 3 months ago | Updated: 2 months ago

Translate into English:

জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথ্য জ্ঞানভিত্তিক অর্থনীতি এই সময়ের একটি আলোচিত বিষয়। জ্ঞানভিত্তিক অর্থনীতিতে কায়িক বা শারীরিক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি হয়ে থাকে। কৃষি ও শ্রমিক প্রোডাকশন ইকোনমি এর ঠিক উল্টো। জ্ঞান নির্ভর অর্থনীতিতে অনেক বেশি প্রবৃদ্ধি সম্ভব। এটা বলা বাহুল্য যে, একবিংশ শতাদ্বীর এই পৃথিবীতে মাথা উঁচু করে বিশ্বদরবারের দাঁড়াকে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথ্য অর্থনীতি কেনো বিকল্প নেই। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য একটি আরও গুরুত্বপূর্ণ । কেননা, ভিত্তিতেই কেবল এই বিপুল জনগোষ্ঠীকে একটি উৎপাদনশীল জনশক্তিতে রুপান্তরিত করা সম্ভব। ‘ডিজিটাল বাংলাদেশ’ এর যে স্বপ্ন তা আসলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনেরই রূপকল্প। সূচিন্তি তা পরিকল্পনা মাধ্যমে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে দ্রুতগিতিতে সামনে এগিয়ে নিয় যাওয়া সম্ভব

Created: 3 months ago | Updated: 2 months ago