'নেমেসিস' কোন শ্রেনীর রচনা ? রচয়ীতার নাম কি?
নদীবক্ষে কার রচনা ?
সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
'অমর একুশে' শীর্ষক কবিতার কবির নাম কি?
মুনির চৌধুরী কি জন্য বিখ্যাত ?
লেখকের দায়িত্ব
সমকালীন বাংলা নাটক
লোকশিল্প
লোক শিল্প প্রতি টা মানুষের
আমাদের অর্থনৈতিক সম্পদ
বিক্ষুব্ধ পূর্ব ইউরোপ
বাংলাদেশের পররাষ্ট্রনীতি
নারী-নির্যাতন প্রতিরােধ আন্দোলন
।
শিক্ষাই আলাে
সমুদ্র দর্শন
মূর্খ মিত্রের চেয়ে শিক্ষিত শত্ৰু ভাল ।
ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন।
তরুণ বিশ্বশক্তির অধিকারী, অনন্ত সম্ভাবনাপূর্ণ তার জীবন । সে যদি শুধু ঘরের কোনে বসে। পূর্ব পুরুষের লিখিত পুঁথি ঘেঁটে তার অমূল্য মানবজীবনকে সার্থক করতে চায় এবং মনে করে, বর্তমানের সবকিছু অতীতে সৃষ্ট হয়েছিল , তাহলে সে যে শুধু তার অনন্ত শক্তিকে অপব্যয় করে তা নয়, তার সেই শক্তিকেও অবমাননা করে । অতীত সৃষ্টির জন্মদাতা অতীতের ঘটনা ও অতীতের পরিবেষ্টন। বর্তমান ঘটনা ও বর্তমান পরিবেষ্টন চিরকালই নতুন। বর্তমান অতীতের কুঁড়ি বৈ আর কিছু নয়। বর্তমানের আপন শক্তিতে সেই কুঁড়ি ফুটে নব পুষ্পে পরিণত হয়। সুতরাং তার ফলও নতুন হওয়া চাই। কিন্তু দুঃখের বিষয়, মানব-মন অতীতের মােহ ছাড়তে পারে না। সে এই বর্তমানের পরিবর্তিত নব পরিবেষ্টনেও সেই অতীতের ইতিহাসকে হুবহু বজায় রাখতে চায়-বর্তমানের নব প্রসব-বেদনাকে উপেক্ষা করে। তাই মানব ইতিহাসের স্তরে স্তরে দেখতে পাই কত দ্বন্দ্ব, কত সংঘর্ষ, কত বিগ্রহ-বিপ্লব, কত রক্ত-বন্যা। এর মূল কারণ হচ্ছে অতীতের সৃষ্টিকে অক্ষুন্ন রাখার জন্য মানব-মনের স্বাভাবিক দুর্জয়। চিরকালই তরুন ৭ প্রকৃতির বিরুদ্ধে অভিযান করেছে। বর্তমান বেদনায় অনুভূতির চঞ্চল হয়ে ভবিষ্যতে আদশ সার্থক করার জন্য।
দেখিলাম এ কালের আত্মঘাতি মৃঢ় উন্মত্ততা , দেখিনু সর্বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রুপ । একদিকে স্পর্ধিত ক্রুরতা, মত্ততার নির্লজ্জ হুংকার , অন্যদিকে ভীরুতার , দ্বিধাগ্রস্ত চরণবিক্ষেপ, বক্ষে আলিঙ্গিয়া ধরি । কৃপণের সতর্ক সম্বল-সন্ত্রস্ত প্রাণীর মতাে। ক্ষণিক গর্জন-অন্তে ক্ষীণ স্বরে তখনই জানাই। নিরাপদ নীরব নম্রতা।
তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।