লেখাপড়ায় তার মনােযােগ নেই।
তার দেহ আপাদমস্তক পর্যন্ত আবৃত ছিল।
তার মত ত্বরিতকর্মী লােক আর হয় না।
সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলােয়াড়।
বিবাদমান দুটি দলে সংঘর্ষ হয়।
হিমালয় পর্বত দুর্লংঘনীয়।
তিনি এখন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি।
সে ভিড়ে অন্যান্যদের মধ্যে হারিয়ে গেল।
তুমি সেখানে গেলে অপমান হবে।
সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন কর উচিত।
মুমূর্ষ ব্যক্তির সেবা করবে।
অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
মিথ্যা একদিন না একদিন প্রমাণ হয়।
নতুন – হবে নবান্ন।
লােভে – পড়ে জীবনটা মাটি করাে না।
শরতে – ধরাতল ঝলমল ।
গরিবের – রােগ ভাল নয়।
ওর বয়সের – নেই।
তিনি – শ্রেষ্ঠ।
এই তাে – চলার পথ