যে অন্যদিকে মন দেয় না।
কী কর্তব্য তা যে বুঝতে পারে না।
বাংলা ভাষার প্রথম কাব্যের নাম কী?
তিন জন বৈষ্ণব পদকর্তার নাম লিখুন।
রবীন্দ্রনাথের নােবেল পুরষ্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী?
জসীমউদ্দীনের নকসী কাঁথার মাঠ' কাব্যের বিষয় ও প্রধান চরিত্রগুলাের নাম লিখুন।।
সৈয়দ ওয়ালিউল্লাহর একটি গল্প , একটি উপন্যাস ও একটি নাটকের নাম লিখুন।
মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর' নাটকের বিষয় কী?
সত্যেন সেনের তিনটি উপন্যাসের নাম লিখুন।
মুক্তিযুদ্ধ-বিষয়ক শওকত ওসমানের দুটি উপন্যাসের নাম লিখুন। |
সমকাল পত্রিকা বিশ শতকের কোন দশকে প্রকাশিত হয়? এর সম্পাদকের নাম কী?
নারী নির্যাতন ও প্রতিকারের উপায়
একবিংশ শতাব্দীর প্রত্যাশা ও প্রস্তুতি
জাতীয় শিক্ষানীতি ও দেশপ্রেম
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার
বাংলাদেশের কথা সাহিত্য ও তার ভবিষ্যৎ সম্ভাবনা।
যৌবনে অর্জিত সুখ অল্প , কিন্তু সুখের আশা অপরিমিত।
অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।
ছােট ছােট বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তােলে মহাদেশ সাগর অতল। মুহূর্তে নিঃশেষ কাল, তুচ্ছপরিমাণ, গড়ে যুগ যুগান্তর-অনন্ত মহান। প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ, ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ। প্রতি করুণার দান, স্নেহপূর্ণ বাণী, এ ধরায় স্বর্গ শােভা নিত্য দেয় আনি।
বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে, আঁকড়াইয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই - যাহারা মায়াচ্ছন্ন; নব মানবের অভিনব জয়যাত্রায় যাহারা শুধু বােঝা নয়; বিঘ্ন । শতাব্দীর নব্যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না। তাহারা জীব হইয়াও জড়। যাহারা অটল সংস্কারের পাষাণ স্থূপ আঁকড়াইয়া শুধু পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণােদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কলকোলাহলকে বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে। জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে। ইহাদের ধর্ম বার্ধক্য। বার্ধক্যকে সবসময় বয়সের প্রেমে বাঁধা যায় না। বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মত প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, যাহার শক্তি অপরিসীম। গতিবেগ ঝঞার ন্যায় , তেজ নির্মেঘ আষাঢ়-মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়; বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার সাধ, মৃত্যু যাহার মুষ্টিতলে।