Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

বাংলা

Created: 2 months ago | Updated: 21 hours ago
4.

মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বললেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে ওই চরিত্রের জন্য। অন্য কোনােকারণে মানুষের মাথা মানুষের সামনে নত হয় না। জগতে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছে তাদের গৌরবের মূল এই চরিত্রশক্তি। তুমি চারিত্রবান। লােক , এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও; তুমি সত্যবাদী, বিনয়ী এবং তার প্রতি শ্রদ্ধা পােষণ কর; তুমি দুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা চরিত্রবান মানে এই।

Created: 2 months ago | Updated: 23 hours ago
Created: 2 months ago | Updated: 1 day ago