লােভে পাপ, পাপে মৃত্যু।
মেঘ দেখে কেউ করিসনে ভয়, আতুলে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি। অস্বীকারেই ফিরে আসে।
(ক) পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাসরক্তপ্রবাহের মাঝে ফেনাই উঠে, সােনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। শুধু হেথী দুই তীরে কেবা জানে নাম, দোহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতেকেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে।
মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বললেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে ওই চরিত্রের জন্য। অন্য কোনােকারণে মানুষের মাথা মানুষের সামনে নত হয় না। জগতে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছে তাদের গৌরবের মূল এই চরিত্রশক্তি। তুমি চারিত্রবান। লােক , এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও; তুমি সত্যবাদী, বিনয়ী এবং তার প্রতি শ্রদ্ধা পােষণ কর; তুমি দুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা চরিত্রবান মানে এই।
জ্ঞানি মূখ অপেক্ষা শ্রেষ্ঠতর।
শিক্ষার্থীগণের মধ্যে অনুপস্থিতের সংখ্যা কম।
ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্বের লক্ষণ।
অঙ্ক কমিতে ভুল করা উচিত নয় ।
অনাবশ্যকীয় ব্যাপারে কেী হল ভাল নয়।
এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদকম্প উপস্থিত হইল।
তিনি স্বীক সেশনে গিয়েছেন।
সন্তান, সান্তনা , সন্তান, সমিচিন ইত্যাদি শব্দাবলী অনেক ছাত্র-ছাত্রীরা শুদ্ধ লিখতে পারে
রচণাটি ভাগ ভরি, তবে ভাষার দৈন্যতা রহিয়াছে।
তাহার বৈমাত্রেয় সহােদর অসুস্থ।
ভাইয়ে ভাইয়ে থাকা ভাল নয়।
কৃপণের কাছে সাহায্য চাওয়া – মাত্র
নাতিবান লােক অন্যায় দেখলে – হয়ে ওঠেন।
অধিক সন্ন্যাসীতে – নষ্ট।
লাগে টাকা, দেবে ।
ওর তাে সব সময়ে ধরি – না ছুই পানি নীতি।