হাতের লক্ষ্মী - ঠেলাে না।
এক — শীত যায় না।
মতাে বসে আছে কেন, কাজে মন দাও।
কুলাঙ্গার ছেলেটা বংশের মুখে - দিয়েছে।
অকাল কুষ্মাণ্ড
শিরে সংক্রান্তি
আলালের ঘরের দুলাল
কপাল ফেরা
গুড়ে বালি।
কাঠের পুতুল
রাবণের চিতা
গােবর গণেশ
অমাবস্যার চাঁদ।
ইঁচড়ে পাকা
যে ব্যক্তি বিদেশে থাকে।
শত্রুকে হনন করে যে
জীবিত থেকেও যে মৃত।
যে কন্যার বিয়ে হয় নি।
প্রিয় বাক্য বলে যে নারী
যা মাটি ভেদ করে ওঠে।