বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩ পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
যদি x4 - 2x2+1 = 0 হয় তবে x এর মান কত?
পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ঃ৩ । ঐ পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধের পরিমাণ কত?
যদি x, y বাস্তব সংখ্যা এবং x = not 0 , y =not 0 হয় , তবে x0+y0 কত?
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে ল. সা. গু কত?
০! এর মান কত?
১৫ টি গরুর মূল্য ৫ টি ঘোড়ার মূল্যের সমান। ২ টি ঘোড়ার মূল্য ৩,০০০ টাকা হলে ১ টি গরুর মূল্য কত?
৬০ এর ১৫০% = কত?
x2+1-3x=0 হলে x2+1x2=?
যদি x4-2x2+1=0 হয় তবে x এর মান কত?
x2-169+y2=0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
3mx+1=3amx-2 হলে x এর মান কত?
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫১ হলে সংখ্যা দুইটি কত?
a+b+c=5 ab + bc +ca =12 হলে a2+b2+c2= কত?
পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
৩ জন পুরুষ ও ৩ জন মহিলা হতে কত ভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ মহিলা থাকবে?
ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
একটি দণ্ডের দৈর্ঘ্য ১৯ মিটার ৫ সেন্টিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করলে কত হবে?