4x+1 = 32 হলে x এর মান কত?
দুটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?
একটি সংখ্যার ৭০% থেকে ৭০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ধারাটির পরের সংখ্যাটি কত?
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত মিটার?
logx324 = 4 হলে x এর মান কত?
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
T + y + z = 16, x - y = 2 হলে x = ?
২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
একজন দোকানদার ১৬টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা ৪টি কলার বিক্রয়মূল্যের সমান। ঐ দোকানদারের শতকরা কত লোকসান হলো?
a - b = 7, ab = 60 হলে, a² + b² = কত?
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
১৫.৬ এর ৮% কত?
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি?
ময়ুর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ২০০। কয়টি ময়ুর আছে।
একটি রাস্তায় ১০০ মিটার অন্তর গাছ লাগানো হলো। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হলো?
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যা অংকদ্বয় স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটির সাথে পূর্বতন সংখ্যার পার্থক্য ৫৪ হয় । অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?