ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫, ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
১২ টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
১৬, ২২, ৩৪ ৫৮ ১০৬ -ধারাটির পরের পদটি কত?
a+b=৫ এবং a-b=৩ হলে ab এর মান কত?
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ?
২০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৬ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?
এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ঃ৪। পিতা বয়স ৪৪ বছর হরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটিকে?
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?