১,৫,৭,১৩,২১,১৫,.................. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
কোনটি সঠিক নয়?
চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
ঘন্টায় 60 কি.মি. বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগতে ?
60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত 7 : 3 । ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমাফ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
একটি সংখ্যা 60 থেকে যত কম , 380 থেকে তার সাড়ে তিনগুন বেশি। সংখ্যাটি কত?
x-3-0.001=0 , x3 এর মান কত হবে?
3x+3x+3x= কত?
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
2019-20 সালের বাজেট অনুযায়ী, ব্যক্তি কর দাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত টাকা?
৯, ১৪, ক ও খ এর গড় ১৭ হলে, (ক +৮) ও( খ-৫) এর গড় কত?
পৃথিবীর বাইরে একটি গ্রহে ১৫ দিনে ১ মাস ও ৭ মাস ও ৭ মাসে ১ বছল হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছরে হবে?
সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে একসাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন েচলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
একজন বিক্রতা ৬৫ টাকায় একট কলম বিক্রয় করে। এত তার ক্রয়মূল্য এর উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্য এর উপর ১০% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
৬ টি পরপর সংখ্যা দেওয়া আছে। যদি প্রথম ৩ টি সংখ্যার যোগফল ১৮৩ হয় ,তবে শেষ ৩টি সংখ্যার যোগফল কত?
কোন সম্পত্তির ৮/৫ অংশের মূল্য ১,২০,০০০ টাকা হলে সমুদয় সম্পত্তির মূল কত?
এক ব্যক্তি মাসিক বেতনের ১/৪০ অংশ মহার্ঘ্য ভাতা পান। তাঁর মাসিক বেতন ১৬০০ টাকা হলে, তাঁর মহার্ঘ্য ভাতা কত?
২ টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
0.000009=কত?
১ টি মোবাইল ৭২০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?