বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
৪টি ঘণ্টা ৮, ১২, ১৬ ও ২৪ মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে?
দুটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করেছে, পাশের হার কত?
একটি নৌকার নদীর স্রোতের অনুকূলে ২১ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। নৌকাটির প্রকৃত গতি ঘণ্টায় ৫ কি.মি. হলে ফিরে আসার সময় তার কত ঘণ্টা সময় লাগবে?
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিত এবং ৬০% ইংরেজীতে পাশ করলো। উভয় বিষয়ে ৫০% পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো?
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। উভয়রে সাথে ৪ যোগ করলে অনুপাতটি ৭ : ৫ হয়। বড় সংখ্যাটি কত?
অপুর বেতনের ৩০% যদি তপুর বেতনের ২৫% এর সমান হয় তবে অপু আর তপুর বেতনের অনুপাত কত?
১৩, ১৭, ২৫, ৪১, ………, পরবর্তী সংখ্যাটি কত?
একটি পাত্রের অর্ধেক পানি দিয়ে পূর্ণ। ওই পাত্রে যদি ৪ লিটার পানি যোগ করা হয় তবে তার ৬০% ভাগ পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটির ধারণ ক্ষমতা কত লিটার?
একটি অফিসের কর্মচারীদের মধ্যে ২/৩ অংশ মহিলা। পুরুষ কর্মচারীদের ১/৪ অংশ বিবাহিত এবং ১৮ জন অবিবাহিত। ঐ অফিসে কর্মচারীদের সংখ্যা কত?
সবুজ এবং জসীমের মাসিক বেতনের অনুপাত ২: ৩ এবং তাদের মাসিক খরচের অনুপাত ৫ : ৮। তাদের প্রত্যেকে প্রতিমাসে যদি ৪০০ টাকা সঞ্চয় করতে পারে তবে জসীমের মাসিক বেতন কত?
পরস্পরের থেকে ১৫ কি.মি. দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে দুই ঘণ্টায় মিলিত হয়, আবার একই দিকে হাঁটতে থাকলে ৬ ঘণ্টা পরে মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কি.মি.?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ২ গুণ। ৮ বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ৫ : ২। পিতার বর্তমান বয়স কত?
আরিফ একটি কলম ৪৮ টাকায় বিক্রি করে ২০% লোকসান করলো। বিক্রয়মূল্য কত বাড়ালে তার ১০% লাভ হবে?
এক দোকানদার একটি কলম ঐ কলমের ধার্য্য মূল্যের ৫/৭ দামে বিক্রি করায় ২০% ক্ষতি হলো। কলমটি ধার্য্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো?
একটি বাক্সে ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নোট মিলিয়ে মোট ৩১৫ টাকা আছে। তাদের মূল্যের অনুপাত ৬ : ৫ : ১০ হলে ২ টাকা মূল্যের কয়টি নোট আছে?
ঘণ্টায় ৪২ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ২৩০ মিটার একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
জসীম একটি সারির বামপ্রান্ত থেকে ৯ম কিন্তু ডানপ্রান্ত থেকে ৭ম স্থানে অবস্থান করছে। ঐ সারিতে মোট কতজন আছে?