একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হয়। চেয়ারের ক্রয়মূল্য কত?
একটি চাকা ৪৪০ মিটার যেতে ১০ বার ঘোরে। চাকাটির ব্যাসার্ধ কত?
লবণের মূল্য ২৫% বৃদ্ধি পেলে, ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত ডিগ্রি?
৬৪ কে ৭:৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে?
১২১, ১৫৪, ২৭৯ ও ৫৯৪ এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন।
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭: ৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?
নিচের কোনটি ২/৩ থেকে বড়?
একটি সমমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
পঞ্চভূজের পাঁচটি কোণের সমষ্টি কত?
৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে অপর যে কোন একটি কোণের মান কত?
টাকায় ৫টি করে ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
x° = ?
x + y = 12, x- y = 2, xy = ?
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?
পিতা ও ৩ পুত্রের বয়সের গড়, মাতা ও ঐ ৩ পুত্রের বয়সের গড় অপেক্ষা ২ বছর বেশি। মাতার বয়স ৪০ বছর হলে পিতার বয়স কত?
একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?