Probashi Kollyan Bank Ltd. Recruitment Test for Officer (Cash) || 2021

All

Created: 2 months ago | Updated: 1 day ago

“Coins & Paper Money”

As nickel or copper coins- alternative of paper money are very heavy to carry & takes much time to count them, government permits us making transaction with paper notes.

As the government guarantees the price of paper is worth the amount printed on it & promises to pay that amount to anybody who wishes to exchange these paper for the coins, so the monetary value of paper money is equivalent to coins. 

As the value of money decreases when money supply increases This ultimately soars up the commodity prices. That means over money supply causes the devaluation of money making the commodity price high. 

As over printing of paper money causes for inflation which is harmful for any economy, so government prints a certain number of paper money.  

Translations Bengali to English
6.

বৈশ্বিক মহামারির সময়ে স্থূলতা ও বিষণ্নতার হার অনেক বেড়ে গেছে। গবেষকদের মতে, বিষণ্নতার সঙ্গে ওজন বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। ওয়ান বাড়লে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে, আরও বিদ্যুতা দিয়ে ধরে। বিশেষ করে নারীদের মধ্যে বিষণ্নতা বেশি দেখা যায়। একটি গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে স্থূলতার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিষণ্নতায় ভোগের হার প্রায় ৫৫ শতাংশ বেশি। এজন বৃদ্ধির পরিণতি স্বীকার করতে হয় নারীদের বেশি। অতিরিক্ত মেদ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ও বিষণ্ণতা যা মন খারাপের পরিমাণ বৃদ্ধি করে।

Created: 2 months ago | Updated: 22 hours ago

The rate of obesity and depression has increased a lot during the global epidemic. Weight gain is closely linked to depression, according to researchers Weight gain can lead to mood swings and depression Depression is more common in women. It is found in one seedy that obese people were about 55 percent more likely to suffer from depression than people of normal weight. Women are more likely to accept the consequences of weight gain. Excess Causes hormonal imbalances in the body which has a negative impact on their body and depress increases the gloom. 

Translation English to Bengali
7.

Economic affluence and prosperity are likely to reduce the scope and necessity of social protest which is a common phenomenon in many of the developing nations. Though the proposition is not always true and failed to pass the test of time in many countries and many societies, governments in some developing countries nowadays strongly uphold the concept That's why they have concentrated their focuses, resources and efforts to economic growth to turn their countries affluent and prosperous. The growth-centrist or growth-obsessed drive towards prosperity mostly sidelines the distributive aspects which is a major factor of different social protests. Theoretically, social protest is defined as a form of political expression that seeks to bring about a social or political change by influencing the knowledge, attitudes and behaviors of the public or the policies of an organization or institution. These protests generally take the form of overt public displays, demonstrations, civil disobedience and may also include covert activities like petitions, boycotts, lobbying, and even different poline activities. In today's world, online activities have become a popular form of social protest, thanks to proliferation of social media and other virtual platforms Social protest is also considered a strong tool to air the grievances and sometimes compel the government and relevant authorities to address the problems or fix the flaws. In Bangladesh, different kinds of social protests have been observed in last couple of years when economy registered an unrelenting growth Usually social protests mostly ended within a period of time and mostly never linger unless those are serious issues. Those who participate in the protests do not come for any revolutionary change overnight. They mostly want to draw the attention of the policy makers and authorities to rectify the defects within a reasonable time frame.

Created: 2 months ago | Updated: 1 day ago

অর্থনৈতিক প্রাচুর্য ও সমৃদ্ধি সামাজিক প্রতিবাদের ক্ষেত্র ও সম্ভাবনাকে গ্রাস করতে পারে যা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি নৈমিত্তিক ঘটনা। যদিও এই ধারণাটি সর্বদা সত্য নয় এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে বার্গ তবু এখনো অনেক উন্নয়নশ দেশের সরকার ধারণাটিকে সমুন্নত রেখেছে। এই কারণে তারা সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দুতে সম্পদ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিয়ে এসেছে যা যারা তারা তাদের অর্থনীতিকে প্রাচুর্যময় ও সমৃদ্ধশালী করে তুলবে। প্রবৃদ্ধি-কেন্দ্রিক বা প্রবৃদ্ধি-হাড়িত চিন্তা ভাবনা অর্থনীতিকে সমৃদ্ধির দিকে ধাবিত করলেও এটি আনা বণ্টনজনিত সমস্যার তৈরি করে যা বিভিন্ন সামাজিক সংঘাতের একটি বড় কারণ। তাত্ত্বিকভাবে সামাজিক সংঘাত হলো এক প্রকার রাজনৈতিক অভিব্যক্তিরাই বহিঃপ্রকাশ যা মানুষের বা নীতির জ্ঞান, ব্যবহার বা আচরণকে প্রভাবিত করার মাধ্যমে কোনো সংগে পরিবর্তন আনায়ন করে। 

এই ধরনের সংঘাত প্রকাশ্যে জনগণের প্রদর্শন, মিছিল, নাগরিকের অবাধ্যতায় কিংবা অপ্রকাশ্যে আদালতে পিটিশন করা, বয়কট করা, লবিং করা এমনকি অনলাইনে কার্যক্রম পরিচালনার মতো হতে পারে। বর্তমানে সামাজিক প্রতিবাদের একটি জনপ্রিয় মাধ্যম হলো অনলাইন। সামাজিক যোগযোগ মাধ্যমের উদ্ভব ও ভার্চুয়াল জগতের সৃষ্টির কারণে এটি। সামাজিক প্রতিবাদের একটি শক্তিশালী হাতিয়ার হলো সামাজিক মাধ্যম এবং এটি সময়ে সময়ে সরকার বা কর্তৃপক্ষকে সমস্যার সমাধান্তে বা খুঁত সারাতে বাধ্য করে। গত কয়েক দশকে বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক প্রভাব পরিলক্ষিত হয়েছে যখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রা বিরামহীনভাবে বাড়ছিল। সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই সামাজিক প্রতিবাদ নিষ্পত্তি হয় এবং খুব বেশি গুরুতর না হলে এটি দীর্ঘায়িত হয় না। যারা এই প্রতিবাদে অংশগ্রহণ করে তারা রাতারাতি কোনো পরিবর্তনের জন্য এটা করে না। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বের কোনো অসামঞ্জস্য বিষয়ের সুরাহার জন্য নীতি নির্ধারক ও কর্তৃপক্ষের নিকট তারা দৃষ্টি আকর্ষণ করে।