তথ্যপ্রযুক্তি খাতের ব্যাপক সম্প্রসারণে ২০১০ সালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। ২০১৭-১৮ সালের হাইটেক পার্ক কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও যশোর শেখ হাসিনা সফটওয়্যার পার্ক স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে ৫২টি আইটি কোম্পানি দুই হাইটেক পার্কে তাদের কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে হাইটেক পার্ক (সিলেট ইলেকট্রনিকস সিটি) গঠনের মৌলিক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এ ছাড়া প্রতিটি জেলায় হাইটেক পার্ক স্থাপনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহ, জামালপুর, রংপুর, নাটোর, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ঢাকার কেরানীগঞ্জে কাজ চলছে।
= Bangladesh High Tech Park Authority was established in 2010 due to the rapid expansion of the information Technology sector. According to the annual report of 2017-18 produced by the High Tech Park Authority, presently Bangabandhu High Tech Park in Kaliakoir of Gazipur and Sheik Hasina software Park in Jossore have been established. Meanwhile, 52 IT company has started their operation in these two Parks. Besides, building of basic infrastructure of high tech park (Sylhet Electronics City) is going on under the model of Public Private Partnership in Companygonj of Sylhet. Moreover, aiming to establishing high tech park in each district Information and technology, preliminary work is going on in Mymenshingh, Jamalpur, Rangpur, Natore, Khulna, Barisal, Gopalgonj, Comilla, Chittagong, Cox's Bazar, Sylhet and Keranigonj of Dhaka.
স্কুলগুলোতে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে আমাদের নতুন করে ব্যাপকভাবে চিন্তা করতে হবে। মৃত্যুদণ্ড অবৈধ ঘোষণা করা হলেও এটি অনেক স্থানে এখনো প্রচলিত । শিক্ষক কর্তৃক মানসিক অত্যাচার এক্ষেত্রে সমানভাবে ক্ষতিকর। দিন বদলে গেছে এবং আমাদের বুঝতে হবে যে স্কুলগুলোতে মানসিক রোগের পরামর্শভিত্তিক সেবার দ্বার খোলার এখনই সময় যেখানে তরুন মনের ছাত্র-ছাত্রীরা পূর্ণ প্রতিযোগিতামূলক ও অনুভূতিহীন শিক্ষা ব্যবস্থা হতে তাদের মনের রোগের চিকিৎসা নিতে আসবে। মানসিক চাপ হতে রক্ষা ও ঠিকমতো বড় হওয়ার জন্য শিশুদের চিকিৎসকের সহায়তা দরকার, পাশাপাশি শিক্ষক ও পিতামাতাদের উচিৎ শিশুদের সাথে মর্যাদার এবং সংবেদনশীলতার সহিত আচরণ করা।
A nation's standard of living is the most significant indicator of national economic performance. And economic growth (GDP growth) is considered the most powerful engine for generating long term increases in standard of living. In the modern world's economy, technology is a key factor that has a vital impact upon economic growth. Basically, investment in technology contributes to overall capital deepening. The greater use of technology may help firms and industries lessen their costs, enhance their productivity and increase their overall efficiency. Nevertheless, greater use of information and communication technology may contribute to network effects, such as lower transaction costs, higher productivity of knowledge of workers of more rapid innovation which will boost the overall production of the country's GDP.
Use of information and technology in the banking sector may result in dramatically positive change. Information and technology allows the banks to effectively cater to the needs of the consumers by strengthening internal control systems which are backed by the effective communications mechanisms. The wide spread use of smart cards, ATMs, mobile banking, electronic banking, telephone banking, twenty four hours service, the overall quality of services, expanded portfolio of products and services, better customer relationship management with the use of advanced tools and variety of products has enabled banks to better serve their customers with the advent of information and technology. Thus information technology brings about economic development of Bangladesh.