Southeast Bank Ltd. || Assistant Officer (Grade 1) (05-04-2019) || 2019

All

ধরি, মিলির কাছে ছিল x টাকা

1 টাকা খরচের পর থাকে = (x - 1 ) টাকা ।

(x - 1 ) এর অর্ধেক ভাইকে দিলে বাকি থাকে x-12 টাকা ।

আবার, x-12থেকে 1 টাকা খরচ করে অবশিষ্ট টাকার অর্ধেক বোন দিলে তা নিচের মতো করে লেখা যায় ৷

প্রশ্নমতে,

 x-22-12= 5 x-22-1 = 10 x-1-22 = 10 x-3 = 20  x = 23

অর্থাৎ প্রথমে মিলির কাছে 23 টাকা ছিল।

সঞ্চয়, ভাড়া, মুনাফা, লোন । এর মধ্যে লোন  বেশি আলাদা।

১৬ কারণ,  = ;  = ;  = ;  =  সেটা ধারাতে নেই।

Created: 3 months ago | Updated: 18 hours ago

১০ থেকে ২৪ এর মধ্যে ৩ এর গুণিতক সংখ্যাগুলো হলো ১২, ১৫, ১৮, ২১ এবং ২৪ অর্থাৎ ৫টি।

Created: 3 months ago | Updated: 18 hours ago

১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি ১০০

বিজোড় সংখ্যা আছে ১০টি

∴ গড় =  = 

Y C EM NOO = ECONOMY

দেওয়া আছে, বেগ = A mile/hour; দূরত্ব = B mile.

∴ সময় = দূরত্ব / বেগ = BA hours

ধরি, পণ্যটির দাম ছিল ১০০ টাকা ।

মূল্য ২৫% বৃদ্ধিতে দাম হবে = ১০০ + ২৫ = ১২৫ টাকা

এখন, পূর্বের দামে পণ্যটি পেতে হলে,

১২৫ টাকায় Discount দিতে হয় = ২৫ টাকা

∴ ১ টাকায় Discount দিতে হয়  =   টাকা

∴ ১০০ টাকায় Discount দিতে হয় =  ×  = ২০ টাকা বা ২০%

৩ দিনে কাজটি করে = ১২ জন

∴ ১ দিনে কাজটি করে = ( × ) জন

∴  ২ দিনে কাজটি করে =  ×  = ১৮ জন

বছরে সুদ হয় = ৫,২৮০ - ৪,০০০ = ১,২৮০ টাকা

এখন, ৪,০০০ টাকার ৪ বছরের সুদ = ১,২৮০ টাকা

∴ ১০০ টাকার ১ বছরের সুদ =  ×  ×   = ৮ টাকা

অর্থাৎ সুদের হার ৮%

এখন, সরল সুদের ক্ষেত্রে আসল ৪,০০০ টাকার উপর সুদ হিসেব করতে হবে ।

এক্ষেত্রে সুদ হবে = ৮,৮০০ - ৫,২৮০ = ৩,৫২০ টাকা

ধরি, n বছর পর সুদাসল = ৮,৮০০ টাকা হবে

আমরা জানি, সুদ =  ×   ×  

  =  ×  ×  =  ×  ×  = ১১ বছর।

গণিত (Mathematics):
11.

a+b=3, ab=2, ba+ab=?

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, ba + ab =  b2+ a2ab = a2 + b2ab = a+b2  -2abab = 32 - 2 × 22 = 9-42 = 52

দেয়া আছে, ২০টি কলম = ৩২টি পেন্সিল

∴ ১৫টি কলম =  ×  = ২৪টি পেন্সিল

∴ আর পেন্সিল রাখা যাবে = ৩২ - ২৪ = ৮টি।

মিশ্রণে কেরোসিন আছে =   + =     = ১৫ কেজি

∴ মিশ্রণে পেট্রোল = ২৪ - ১৫ = ৯ কেজি ।

ধরি, ঐ মিশ্রণে x লিটার পেট্রোল মেশাতে হবে।

প্রশ্নমতে,  + x = 

  + x =  x  =   x = 

= ৬ কেজি ।