২৪ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে আর কত পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৫ হবে?
মিলির কাছে কিছু টাকা ছিল। সেখান থেকে ১ টাকা খরচ করে বাকিটা থেকে অর্ধেক তার ভাইকে দিয়ে দেয়। পরে বাকি অর্ধেক থেকে আবার ১ টাকা খরচ করে বাকি টাকার অর্ধেক তার বোনকে দেয়। মিলির কাছে শেষে ৫ টাকা থাকলে, প্রথমে মিলির কাছে কত টাকা ছিল?
ধারাক্রম অনুসারে হারানো সংখ্যাটি নির্ণয় করুনঃ ১, ৪, ৯, ?, ২৫